×

আন্তর্জাতিক

ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে উঠছে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০২:৫২ পিএম

ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে উঠছে আজ
যুক্তরাজ্যের ব্রেক্সিট চুক্তি দেশটির পার্লামেন্টে উঠছে আজ। যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ব্রেক্সিট চুক্তি অনুমোদন প্রশ্নে ভোটাভুটি হবে। বিবিসির খবরে তা বলা হয়েছে। ইইউ নেতাদের সঙ্গে মের চুক্তিটি দেশটির সংসদ সদস্যরা আজ পাস না করলে আগামী ২৯ মার্চ কোনো চুক্তি ছাড়াই ইইউ ছাড়তে হতে পারে যুক্তরাজ্যকে। এজন্য হাউস অব কমন্সে চুক্তিটি পাস করাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। আজ ইইউ’র সঙ্গে সম্পাদিত চুক্তির পক্ষে সাংসদরা ভোট দিলে সমঝোতার মধ্য দিয়ে ইইউ ছাড়বে যুক্তরাজ্য। কিন্তু চুক্তি প্রত্যাখ্যান করলে বেক্সিট নাটকীয়তা আরও দীর্ঘায়িত হতে পারে। এ ছাড়া শেষ সময়ে এসে মের ব্রেক্সিট চুক্তি নিয়ে বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিনও সুর নরম করেছেন। তিনি জানিয়েছেন, দ্বিতীয় একটি ইইউ গণভোটের চেয়ে ব্রিটেন ব্রেক্সিট চুক্তি নিশ্চিত করছে, এটিই তিনি দেখতে চান। পর্যবেক্ষকরা জানিয়েছেন, তেরেসা মের চুক্তি সংসদে অনুমোদন পাবে না এই প্রত্যাশা থেকে আগামী সপ্তাহে একটি 'নো কনফিডেন্স' ভোটের জন্য নিজ দলীয় এমপিদের এরই মধ্যে প্রস্তুত করছে লেবার পার্টি। সেক্ষেত্রে আজকের ভোটাভুটিতে শুধু ব্রেক্সিটের ভাগ্য নয়, এর সঙ্গে তেরেসা মের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভাগ্যও নির্ধারণ হয়ে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App