×

জাতীয়

প্রস্তুত হচ্ছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:১৬ পিএম

প্রস্তুত হচ্ছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম উপজেলা হিসেবে পরিচিত আনোয়ারা। জাতীয় একাদশ সংসদ নির্বাচনের রেশ না কাটতেই এবার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীরা নিচ্ছেন প্রস্তুতি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজেদের প্রার্থীতার কথা তুলে ধরতে শুরু করেছেন। অনেকে দলীয়ভাবে মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছেন। স্থানীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী, জেলা আওয়ামীলীগ ও দলের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগও শুরু করে দিয়েছেন তাঁরা। তবে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি। তবে, শেষ পর্যন্ত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সুনজর যার উপর থাকবে তিনিই মনোনয়ন পাবেন, এ ব্যাপারে সংশয় নেই। উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনের প্রস্তুত্তি শুরু হয়েছে। নির্বাচন কমিশনার আগামী মার্চ মাসে উপজেলা পরিষদের নির্বাচন করার পরিকল্পনা ঘোষণা করায় উপজেলার সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ভাবে আগাম বার্তা ভোটারদের কাছে দিচ্ছেন। আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য তৌহিদুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য এস. এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য এড. সালাউদ্দিন আহমেদ চৌধুরী লিপু, পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফসহ উপজেলা আওয়ামীলীগের আরো বেশ কয়েক জন নেতা উপজেলা চেয়ারম্যান পদে অংশ নেবেন বলে জানা গেছে। মনোনয়ন প্রত্যাশী পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি সাধারণ মানুষের সেবা করতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করব। মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আমাদের অভিভাবক তিনি মনোনয়ন দিলে নির্বাচন করবো। উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য এডভোকেট সালাউদ্দিন আহমেদ চৌধুরী লিপু বলেন, ‘আমি এলাকায় সব সময় গরীব, দুঃখী ও অসহায় মানুষদের সাথে ছিলাম। কাজ করেছি দলের হয়ে, দলের হয়ে আজীবন আমি মানুষের সেবা করতে চাই। তাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশা করছি। মাননীয় ভূমিমন্ত্রী জননেতা সাইফুজ্জামান চৌধূরী জাবেদ এমপির দিয়ে চেয়ে আছি। জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য এস.এম আলমগীর চৌধুরী বলেন, ‘আওয়ামীলীগের রাজনীতির সাথে আমার জীবনের সবটুকু সময় ব্যয় করে এসেছে। কোন চাওয়া পাওয়া নেই। আজীবন সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন চাইব। দলের দুঃসময়েও সাথে ছিলাম। আশা করছি মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় আমাকে সাধারণ মানুষের সেবা করার সুযোগ করে দিবেন। জানতে চাইলে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘আমি বর্তমানে উপজেলা চেয়ারম্যান হিসেবে কতটুকু কাজ করতে পেরেছি তা আনোয়ারাবাসী জানেন। আমার পারিবারিক ও রাজনৈতিক অভিভাবক হলেন ভূমিমন্ত্রী মহোদয়। মনোনয়নের ব্যাপারে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App