×

খেলা

অতীত নিয়ে ভাবতে নারাজ মিতালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০৪:১৯ পিএম

অতীত নিয়ে ভাবতে নারাজ মিতালি
প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল ভারতের মেয়েরা। হারমানপ্রীত করের নেতৃত্বে বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে সেমিফাইনালে ওঠে ভারতীয় নারী ক্রিকেট দল। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয় তাদের।অবশ্য বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে ভাবতে নারাজ ভারতের নারী ওয়ানডে দলের অধিনায়ক মিতালি রাজ। ৩ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে গতকাল গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতে কীভাবে সাফল্য পাওয়া যায় আপাতত সেটি নিয়েই ভাবছেন বলে জানিয়েছেন বর্তমানে ৩৬ বছর বয়সী এ নারী ক্রিকেটার। এ বিষয়ে মিতালি রাজ বলেন, আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০১৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম। আমাদের দল যথেষ্ট শক্তিশালী ছিল। গ্রুপ পর্বে আমরা দারুণ পারফরমেন্স করেছিলাম। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। যে কারণে আমরা ম্যাচটি হেরে যাই। এসব এখন অতীত হয়ে গেছে। আর যা হয়ে গেছে তা নিয়ে ভাবার পক্ষে আমি নই। এ সময় তিনি আরো জানান, বিশ্বকাপের সময় আমাদের দলে অভ্যন্তরীণ কিছু সমস্যা ছিল। কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল কয়েকজন খেলোয়াড়। ইতোমধ্যে কোচের জায়গায় পরিবর্তন এসেছে। নতুন কোচ হিসেবে উরকেরি রামান দায়িত্ব নিয়েছেন। তার অধীনে আমরা অনুশীলন করেছি। এখন দলের অবস্থা বেশ ভালো। অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই। আশা করি, নিউজিল্যান্ডের মাটিতে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App