×

জাতীয়

সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০৪:৪৯ পিএম

সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিহত পলাশ

জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় পলাশ নামের এক এস.এস.সি পরিক্ষার্থীতে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত পলাশ তারাকান্দি কান্দারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও সহপাঠি বন্ধুরবিন, হৃদয়, মুন্না সহ অনেকেই জানায়, আমাদের বন্ধুফাহিম রুদ্র বয়ড়া গ্রামের রশিদের ছেলে সাগরের কাছে তার ছোট ভাইয়ের জন্য ৮ম শ্রেণী পাশের প্রশংসাপত্র দিবে বলে ২ হাজার টাকা নেয়। টাকা নেয়ার অনেক দিন পেরিয়ে গেলেও সাগর প্রশংসাপত্র দিতে না পারার কারনে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশ আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে প্রাইভেট পড়তে যায়। এ সময় সাগর পাওনা টাকা দেওয়ার কথা বলে পলাশের বন্ধুফাহিমের মোবাইলে ফোন করে রুদ্র বয়ড়ায় তাদের বাড়ীতে ডেকে নেয়। পরে রাতে কয়েকজন সহপাটি মিলে সে টাকা নিতে সাগরের বাড়ীতে যায়। এসময় সাগরের পরিবারের সাথে তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাগর ও তার বাবা আব্দুর রশিদ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় হামলা চলাকালে পলাশকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে । পড়ে স্থানীয় এক অটো ভ্যান চালক আলীকে দিয়ে রুদ্রবয়ড়া এলাকার আব্দুল্লাহ মোড় নামক স্থানে লেপ দিয়ে পেছিয়ে তার বন্ধুদের কাছে পাঠিয়ে দেয়। পড়ে তার সহপাটিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথিমধ্যে রাত প্রায় ৩টার দিকে পলাশ মারা যায়। নিহত পলাশ পোগলদিঘা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক শাখার ছাত্র ছিলো। এ ঘটনায় ১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের বাবা সাইফুল ইসলাম অভিযোগ করেন, পলাশের বন্ধু ফাহিমের ছোটভাইয়ের জন্য স্কুল থেকে জেএসসির প্রশংসাপত্র তুলতে সাগরকে দুই হাজার টাকা দিয়েছিল। প্রশংসাপত্র না তুলে সে টাকাগুলো খরচ করে ফেলে। পরে এ টাকা দেওয়ার নাম করে পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে পিতাপুত্র মিলে হত্যা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার পরিবার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহব্বত কবীর বলেন, ‘হত্যাকারী পিতাপুত্র রাতেই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে সাগরের দাদি রৌশনারাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যাকারীদের আটকে অভিযান ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App