×

জাতীয়

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগে ‘নাটকীয়তা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ১১:১০ এএম

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগে ‘নাটকীয়তা’

ফাইল ছবি

শিক্ষকের কাছে বাবা-মায়ের অপমানের লজ্জায় ছাত্রীর আত্মহত্যার ঘটনার মধ্য দিয়ে গত বছর আলোচনায় উঠে এসেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে ভর্তি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদনে অনেক অভিযোগের সত্যতাও মিলেছে। তবে এসব সংকটের অবসান হওয়ার আগেই এবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগ নিয়ে শুরু হয়েছে বহুমুখী নাটকীয়তা। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে স্বনামধন্য এই প্রতিষ্ঠান পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছে। এরপর গভর্নিং বডির খেয়ালি সিদ্ধান্তে অধ্যক্ষ পদে একজনকে বসিয়ে তিন দিনের মাথায় তাকে সরিয়েও দেয়া হয়েছে। এসব ঘটনায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গত ৫ জানুয়ারি নাটকীয়ভাবে পদত্যাগ করা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমকে গতকাল রবিবার আবারো স্বপদে ফেরানো হয়েছে। আর ৮ জানুয়ারি হঠাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে যোগ দেয়া সহকারী অধ্যাপক কেকা রায় চৌধুরীকে চার দিনের মাথায় ১২ জানুয়ারি বিদায় দেয়া হয়েছে। এক সপ্তাহের কম সময়ে অধ্যক্ষ পদে এই নাটকীয়তার জন্য গভর্নিং বডির দিকে আঙুল তুলছেন অভিভাবকরা। ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রীর নির্দেশে গত বছরের ৮ ডিসেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেয়া হাসিনা বেগমও। পরীক্ষা হলে নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর (১৫) কাছ থেকে মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় গত বছরের ৩ ডিসেম্বর তার বাবা-মাকে বিদ্যালয়ে ডেকে অপমান করেন শিক্ষকরা। এই লজ্জা আর ক্ষোভে আত্মহত্যা করে অরিত্রী। তার আত্মহত্যাকে পরদিন হাইকোর্টের দুই বিচারক হৃদয়বিদারক ও বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেন। ওন দিনই মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিন্নাত আরা ও শ্রেণিশিক্ষক হাসনা হেনার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেন ছাত্রীর বাবা দিলীপ অধিকারী। দেশব্যাপী ঝড় তোলা এ ঘটনার তদন্ত করতে কমিটি করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। দুদিন পর ৬ ডিসেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অভিযুক্ত শিক্ষকদের বরখাস্ত করা হয়। এরপর ৮ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর নির্দেশে হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দিয়ে পরদিন ভিকারুননিসায় পূর্ণকালীন অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে অধ্যক্ষ নিয়োগে বাধা হয়ে দাঁড়ায় গত বছরের ২৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক আদেশ। ওই আদেশে বলা হয়েছিল, বেসরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের সব কার্যক্রম আপাতত স্থগিত রাখা হলো। তবে এ আদেশ বলবৎ থাকার পরও গণমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গভর্নিং বডি। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয় নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি। এর মধ্যেই গত ৩১ ডিসেম্বর ভিকারুননেসার অভিভাবক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সুজন অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেন। পরে ২ জানুয়ারি আরেকটি আবেদনে বিভিন্ন গুরুতর অনিয়মের অভিযোগ তুলে তিনি গভর্নিং বডি ভেঙে দিয়ে এডহক কমিটি করার আবেদন জানান। অভিভাবকের আবেদন আমলে নিয়ে গত ৬ জানুয়ারি অধ্যক্ষ পদে নিয়োগের সব কার্যক্রম বাতিল করার নির্দেশনা দেয়া হয় মন্ত্রণালয় থেকে। তবে এ নির্দেশনার তিন দিন আগেই ৩ জানুয়ারি গভর্নিং বডির ১৭তম সভায় অধ্যক্ষ নিয়োগে নেয়া চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমকে অব্যাহতি দিয়ে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কেকা রায় চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়। তবে সিদ্ধান্তে ফাঁক রেখে বলা হয়, অধ্যক্ষ নিয়োগের অনুমোদন পাওয়া না গেলে হাসিনা বেগমের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ বহাল থাকবে। এ ব্যাপারে ভিকারুননেসার অভিভাবক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সুজন ক্ষোভ প্রকাশ করে ভোরের কাগজকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নিজেদের স্বার্থে যা খুশি তা-ই করছেন গভর্নিং বডির সদস্যরা। এতে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে। স্বপদে পুনর্বহাল হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম বলেন, কেন এসব করা হচ্ছে তা আমিও জানি না। কোনো আইন না মেনেই এসব করা হচ্ছে। জানতে চাইলে ভিকারুননেসার গভনির্ং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার ভোরের কাগজকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ মানতেই আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পুনর্বহাল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App