×

বিনোদন

নতুন জীবনে কণ্ঠশিল্পী ইউসুফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ০৪:৪৫ পিএম

নতুন জীবনে কণ্ঠশিল্পী ইউসুফ

কণ্ঠশিল্পী ইউসুফ

সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খানের সঙ্গে সাত বছরেরও বেশি সময় ধরে পরিচয় ইসরাত জাহান লাসমির। তাদের দুজনের মধ্যকার প্রেমের সম্পর্কের সফল পরিণতি হতে যাচ্ছে দুই পরিবারের সম্মতিতে। এরই মধ্যে গেল বছরের ২৩ সেপ্টেম্বর ইউসুফের ও লাসমির আকদ সম্পন্ন হয়েছে। গত ১০ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় ইউসুফ ও লাসমির গায়ে হলুদ সম্পন্ন হয়। আগামী ১৭ জানুয়ারি রাজধানীর মহাখালীর একটি অভিজাত মিলনায়তনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানালেন ইউসুফ আহমেদ খান। ইউসুফের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। অন্যদিকে লাসমির গ্রামের বাড়ি পিরোজপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনাস্য মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। ইউসুফ আহমেদ বলেন, আমার কোনো বিশেষ চাওয়া নেই। আমার বাবা-মা আমার সঙ্গীত শিক্ষার পেছনে অনেক ত্যাগ করেছেন। চাই আমাকে ঘিরে তাদের স্বপ্ন পূরণ করতে। বাংলা গানের বিশাল জগতে আমার বাবার অবদান তুলে ধরতে। মায়ের অবদান না বলি। তাহলে কম হতে পারে। সবাই বাবা-মার জন্য দোয়া করবেন। লাসমি আর আমার জীবন যেন গানের সঙ্গে মিশে পার করতে পারি। লাসমি ছবি আঁকতে ভালোবাসে। আমি চাই ও কাজের পাশাপাশি ছবি আঁকুক। এদিকে এবারই প্রথম ইউসুফ কোনো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। শহীদুল হক খানের নির্মাণাধীন সিনেমা ‘যুদ্ধ শিশু’তে তিনি প্রথমবারের মতো প্লে-ব্যাক করেছেন। গানের কথা হচ্ছে ‘মাগো তোমায় আমি দুচোখ ভরে দেখতে চাই’। গানটির সুর করেছেন শেখ সাদী খান এবং সঙ্গীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। জানুয়ারিতে গানচিল থেকে দুটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে তার।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App