×

জাতীয়

‘এইচটুও রেস্টুরেন্ট’এ অভিযান চালিয়ে সিসা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ০৮:২৮ পিএম

‘এইচটুও রেস্টুরেন্ট’এ অভিযান চালিয়ে সিসা উদ্ধার

রাজধানীর এইচটুও রেস্টুরেন্টে অভিযান

রাজধানীর ধানমন্ডির অভিজাত রেস্টুরেন্ট এইচটুওতে অভিযান চালিয়ে ৭৫৯ গ্রাম নিষিদ্ধ সিসা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় রেস্টুরেন্টটির তিন কর্মচারীকে আটক করা হয়েছে।

আজ রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক খোরশিদ আলম এ তথ্য জানান।

খোরশিদ আলম বলেন, রেস্টুরেন্ট এইচটুওতে সিসা পরিবেশন করা হয় এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। তবে সেখানে গিয়ে সিসার অস্তিত্ব না পাওয়ায় লাউঞ্জের সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাচাই করা হয়।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ যাচাই করে আমরা দেখতে পাই দিনভরই সেখানে সিসা বিক্রি করা হয়, তবে অভিযানে আগেই খবর পেয়ে যাওয়ায় তারা তখন সিসা পরিবেশন বন্ধ করে দেয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা বলেন, অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘর থেকে ৭৫৯ গ্রাম সিসা উদ্ধার করা হয়। ও‌ই ঘটনায় তিন কর্মচারীকে আটক করা হয়। তবে তাদের মালিক ও ম্যানেজার পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ‘সিসা’ একটি ফারসি শব্দ যার বাংলা অর্থ হলো হুক্কা বা হুক্কার মাধ্যমে সেবনযোগ্য তামাক। এরই মধ্যে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী শিশাকে মাদক হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App