×

জাতীয়

সরিষাবাড়ীতে অযত্নে অবহেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০৩:২৭ পিএম

সরিষাবাড়ীতে অযত্নে অবহেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে ময়লায় ঢাকা ও বস্তার স্তুপের আড়ালে অযত্নে-অবহেলায় টাঙানো অবস্থায় পাওয়া গেলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে গিয়ে গত বৃহষ্পতিবার দুপুরে এ চিত্র দেখা যায়। দেশের শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সরকারি এ দপ্তরের চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহীতার শামিল বলে মন্তব্য করেছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। জানা যায়, সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজারে অবস্থিত উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে গিয়ে দেখা যায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অফিসারের কক্ষে ঝুলানোর নিয়ম থাকলেও তা না করে প্রশিক্ষকদের কক্ষে ঝুলানো রয়েছে। ছবি দুটি আড়াল করে তার সামনে বস্তার স্তুপ রাখা হয়েছে এবং ধুলোবালি পড়ে ময়লা জমে গেছে ছবির উপরে। এ অবস্থায় টানা এক সপ্তাহ পেরিয়ে গেলেও কর্মকর্তা-কর্মচারিরা যেন বিষয়টি দেখেও না দেখার ভান করছে। বস্তায় কী রাখা হয়েছে জানতে চাইলে আনসার-ভিডিপির প্রশিক্ষক আয়শা বেগম জানান, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা তাঁদের ড্রেস গুলো অফিসে দিয়ে যান। পরে সেগুলো বস্তাবন্দি করে রাখা হয়েছে। বস্তাগুলো একের পর এক সাজানোর কারণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ঢাকা পড়ে যায়।’ বিষয়টি সামান্য এবং পত্রিকায় লেখা ঠিক হবে না বলেও তিনি ধাম্বিগতা দেখান। এ ব্যাপারে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বরূপ বিশ্বাস বলেন, ‘বস্তা দিয়ে ছবি দুটি ঢাকা ঠিক হয়নি। কেউ হয়তো আমায় বেকায়দায় ফেলতে ইচ্ছাকৃত ভাবে এটি করেছে। কে করেছে খোঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। ’বিষয়টির নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অসম্মান করার কারনে অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App