×

জাতীয়

বিধ্বস্ত লেক সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে গজনী বিনোদন কেন্দ্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০২:১০ পিএম

বিধ্বস্ত লেক সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে গজনী বিনোদন কেন্দ্র

লেক সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে গজনী বিনোদন কেন্দ্র

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের বিধ্বস্ত লেকের পাড় সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে এ পর্যটন কেন্দ্রটি। এখন আর এ লেকে চলে না পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোড। লেকটিতে নেই পানি। বিধ্বস্ত লেক নির্মাণের অভাবে এখন তা গো-চরণ ভূমিতে পরিণত হয়েছে। কমতে শুরু করেছে ভ্রমণ বিলাসীদের আগমন। গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের প্রধান আকর্ষন ছিল এ লেকটি। ১৯৯৩ সালে তৎকালিন জেলা প্রশাসক আতাউর রহমান মজুমদার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গারো পাহাড়ের সৌন্দর্যকে ঘিরে গড়ে তোলেন এ পিকনিক স্পটটি। মৌজার নামানুসারে নামকরন করা হয় গজনী অবকাশ বিনোদন কেন্দ্র। তখন লেকটি লিজ নেন শেরপুরের বিশিষ্ট্য ব্যবসায়ী শিল্পপতি ইদ্রিস মিয়া। এরপর লেকের উপর ভাসমান একটি অবসর কেন্দ্র, পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোট চলাচলের ব্যবস্থা করেন। এতে লেকটি হয়ে উঠে গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের প্রাণ। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শতশত ভ্রমণবিলাসীরা ওই পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোডে চড়ে আনন্দ উপভোগ করতেন। এখান থেকে আসতো বিপুল পরিমাণের রাজস্ব। জানা গেছে, লেকটির লিজের মেয়াদ শেষ হয়েছে আরও ক’বছর পূর্বেই। ২০১৪ সালে আকষ্মিক পাহাড়ি ঢলে লেকের একটি পাড় বিধ্বস্ত হয়। এতে পানি শূণ্য হয়ে পড়ে লেকটি। এরপর লেকের বিধ্বস্ত পাড়টি আর সংস্কার করা হয়নি। ফলে লেকটিতে এখন আর চলে না পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোড। অবকাশ কেন্দ্রের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিমসহ ব্যবসায়ীরা জানান, অবকাশ কেন্দ্রের নানাদিক থেকে উন্নয়ন হয়েছে। কিন্তু লেকের পাড়টি আজো মেরামত করা হয়নি। ফলে লেকটিতে পানি না থাকায় অবকাশ কেন্দ্রটি এখন মরে যেতে বসেছে। হ্রাস পেতে শুরু করেছে ভ্রমণ বিলাসীদের আগমন। তারা জরুরী ভিত্তিত্বে লেকটির বিধ্বস্ত পাড় সংস্কার করে কেন্দ্রের প্রাণ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন, লেকের পাড় সংস্কারের ব্যাপারে জেলা প্রশাসনের সাথে আলোচনা হয়েছে, সংস্কারের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App