×

জাতীয়

পদোন্নতির হিড়িক : ফিরছেন দলছুটরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ১২:২৮ পিএম

পদোন্নতির হিড়িক : ফিরছেন দলছুটরা
ছোট থেকে শুরু করে বড় পদের নেতাদের দফায় দফায় বহিষ্কার আর হুটহাট পার্টিতে ফিরিয়ে আনার ঐতিহ্য জাতীয় পার্টির (জাপা) অনেক পুরনো। দলে ভিড়িয়েই সর্বোচ্চ পদে বসিয়ে কাউকে কাউকে চমক দেয়ার প্রবণতাও আছে পার্টিপ্রধান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের। পার্টির প্রতিষ্ঠাতার ‘আবেগময়’ এসব সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করলেও ‘স্যারের’ পরবর্তী চমকেই তা কেটে যায়। প্রতিষ্ঠার পর থেকেই জাপাপ্রধান এইচ এম এরশাদের ‘হঠাৎ সিদ্ধান্তের’ কারণে বিভক্তি, অসন্তোষ নিয়ে এগিয়ে যাওয়া জাতীয় পার্টি এবার জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। বিরোধীদলীয় নেতা হয়েছেন এইচ এম এরশাদ। বিগত সংসদে ‘হাস্যকর’ ভূমিকায় বিতর্কিত জাপা এবার ‘সত্যিকারের’ বিরোধী দল হতে চায়। এজন্য ভেতরে ভেতরে জোর প্রস্তুতি চলছে। এইচ এম এরশাদের ইতিবাচক এই সিদ্ধান্তের পর ‘অভিমান’ করে দলত্যাগী নেতারা ফের জাপায় ভিড়ছেন। সেই সঙ্গে পার্টিতে পদন্নোতিরও হিড়িক পড়েছে। শক্তিশালী বিরোধীদল হিসেবে জাপার ‘ফরমেট’ পরিবর্তন করতেই এমন উদ্যোগ নিচ্ছেন পার্টিপ্রধান। গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের পর এ পর্যন্ত তিন নেতাকে প্রেসিডিয়াম সদস্য পদে বসিয়েছেন জাপা চেয়ারম্যান। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ফখর-উজ-জামানকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। একইদিনে দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে নিয়ে এসেছেন। পদোন্নতির তালিকায় রয়েছেন আরো কয়েকজন। অবশ্য পদন্নোতির এ ধারা শুরু হয়েছে একাদশ সংসদ নির্বাচনের মাসখানেক আগেই। হঠাৎ করেই নবাগত দুই ‘অরাজনৈতিক’ ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ার পাশাপাশি প্রেসিডিয়াম পদও দেন এরশাদ। এর মধ্যে একজন হলেন আওয়ামী লীগের টিকেট পেতে ব্যর্থ হওয়া ওয়ান ইলেভেনের আলোচিত সেনাকর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। সাবেক সেনাশাসক এরশাদের সঙ্গে দেখা করার পরই ফেনী-৩ আসনে দলীয় মনোনয়ন পান তিনি। পাশাপাশি পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবেও নিয়োগ পান তিনি। এ ঘটনায় রাগে-ক্ষোভে দল ছাড়েন ফেনী জেলা জাপার সভাপতি ও এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ার। অন্যদিকে, ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি পীরজাদা শফিউল্লাহ আল মুনির উন্নত বিশ্বের আদলে জাপার ডিজিটাল নির্বাচনী প্রচারণার চমক দেখিয়ে দৃষ্টি কেড়েছিলেন এরশাদের। আর তাতেই টাঙ্গাইল সদর আসনে দলীয় মনোনয়ন লাভের পাশাপাশি পার্টির প্রেসিডিয়াম সদস্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদ লাভ করেন তিনি। গত বছরের ৪ ডিসেম্বর পার্টির ভাইস-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাকে জাপা চেয়ারম্যান পদোন্নতির চিঠি দিয়ে রেখেছিলেন। তাতে লেখা ছিল, নতুন বছর (২০১৯) শুরুর মাসেই কার্যকর হবে তার প্রেসিডিয়াম সদস্য পদের পদোন্নতি। এদিকে, বিগত দিনের দলীয় কার্যক্রমে সন্তোষজনক ভূমিকার জন্য গত ৫ জানুয়ারি এরশাদ তার যুববিষয়ক উপদেষ্টা এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়াকেও প্রেসিডিয়াম পদে বসিয়েছেন। সর্বশেষ দলীয় কার্যক্রমের স্বীকৃতি হিসেবে গতকাল ভাইস চেয়ারম্যান ও পার্টির দুর্গখ্যাত রংপুরের নেতা এস এম ফখর-উজ-জামানের পদোন্নতিপত্রে স্বাক্ষর করেছেন এরশাদ। দলীয় কার্যক্রমের স্বীকৃতি হিসেবে একইদিনে হাসিবুল ইসলাম জয়কে পার্টির যুগ্ম আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও আনোয়ার হোসেন তোতাকে কেন্দ্রীয় সদস্য হিসেবে পদোন্নতি দিয়েছেন। এদিকে, গাইবান্ধা-২ (সদর) আসনের মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে পদত্যাগ করা গাইবান্ধা জেলা জাপার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আবদুর রশীদ সরকার আবারো ঘরে ফিরেছেন। ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন বিজয়ী হতে ব্যর্থ হন তিনি। এখন তার দাবি, চেয়ারম্যান ‘স্যার’ (এরশাদ) ও মহাসচিব তাকে সপদে বহাল থেকে পার্টির কার্যক্রম পরিচালনার নির্দেশ দিলে তিনি ফিরে আসেন। নির্বাচনের আগে একইভাবে পদত্যাগ করা এরশাদের উপদেষ্টা রিন্টু আনোয়ারকেও পার্টিতে ভেড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। সেই সঙ্গে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে এরশাদের বনানী কার্যালয়ে বিক্ষোভ করে পদত্যাগের ঘোষণা দেয়া ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুরও মান ভাঙানোর চেষ্টা চলছে। এসব বিষয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী ভোরের কাগজকে বলেন, দলকে শক্তিশালী করতে সব ধরনের চেষ্টা চলছে। শিগগিরই এ ব্যাপারে বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতারা। যারা দল থেকে চলে গেছেন কিংবা ক্ষুব্ধ তাদের ফেরানোর উদ্যোগ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App