×

জাতীয়

নাজিরহাট শহীদদের গণকবরে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০৪:৫১ পিএম

নাজিরহাট শহীদদের গণকবরে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ
  বাবলু দাশ,হাটহাজারী (চট্টগ্রাম)থেকেঃ হাটহাজারী উপজেলার নাজিরহাট পুরাতন বাসস্টেশন সংলগ্ন শহীদের গণকবরটি দখল করে রাতারাতি নির্মাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহল আমিন। আজ শুক্রবার সকাল এগারটার সময় এ অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুরুল আলম,ডেপুটি কমান্ডার মোঃ হোসেন মাস্টার,মডেল থানা পুলিশ,উপজেলা সহকারী (ভুমি) কমিশনারের সার্ভেয়ার,কাটিরহাট ভুমি অফিসের তহসিলদার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চৌকিদার। উল্লেখ্য,একাত্তর সালে পাকিস্তানি হানাদারবাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী এসব গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি জানানো হয়। জানা গেছে, উপজেলার নাজিরহাট পুরাতন বাসস্টেশনের ২০গজ দুরে নতুন রাস্তা থেকে উত্তরে প্রায়৩০০মিটার মাথায় মহাসড়কে পুর্ব পাশে গণকবর এলাকা দখল করে ৪/৫টি সেমিপাকা দোকান তৈরি করছেন মোজাম্মেল নামে এক প্রবাসী। চারদিকে টিনের ঘেরা দিয়ে রেখেই রাতারাতি ভরাট করে সেমিপাকা দোকান নির্মাণের কাজ চালাচ্ছেন কথিত সেই ব্যক্তি। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহল আমিন ঘটনাস্থলে গিয়ে গণকবর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। উচ্ছেদকৃত জায়গার আনুমানিক মুল্য ত্রিশ লক্ষ টাকা হবে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App