×

বিনোদন

চাষী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০৪:১০ পিএম

চাষী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ

চাষী নজরুল ইসলাম

আজ ১১ জানুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৫ সালের এই দিনে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন। চাষী মুক্তিযুদ্ধের প্রথম কাহিনীচিত্র ‘ওরা ১১জন’ নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ জীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। চাষী নজরুল ইসলাম চারবার চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App