×

জাতীয়

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০৭:৫১ পিএম

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে ইউপি সদস্য ও সুদের কারবারির লোকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যানিংগঞ্জ বাজার এবং কুয়ারপাড় এলাকায় কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, ওই এলাকার চিহ্নিত সুদের কারবারি তাছু মিয়া ও ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধন মিয়ার পূর্ব বিরোধ ছিল। আর এ বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার বিকেলে গ্যানিংগঞ্জ বাজারে সালিশ বসে। সালিশের একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়ে যায়।

পরবর্তীতে উভয় পক্ষের লোকজন কুয়ারপাড় এলাকায় কয়েক দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২০ জন আহত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App