×

জাতীয়

লালমনিরহাটে বিনামূল্যের বই মিলছে না টাকা ছাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০১:২০ পিএম

লালমনিরহাটে বিনামূল্যের বই মিলছে না টাকা ছাড়া
সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই পৌঁছে দিতে বছরের প্রথম দিনটিকে বই উৎসব ঘোষণা করলেও লালমনিরহাটে অগ্রিম বেতন ও সেশন ফি ছাড়া সেই বই না দেয়ার অভিযোগ উঠেছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে সেশন ফি ও অগ্রিম ৭ মাসের বেতন ছাড়া নতুন বই না দেয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে সরকারিভাবে বই বিনামূল্যে বিতরণ করা হলেও ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে বই আটকিয়ে অগ্রিম বেতন ও সেশন ফি আদায় করা হচ্ছে। এ ক্ষেত্রে যারা অগ্রিম বেতন ও সেশন ফি পরিশোধে ব্যর্থ হয়েছে তাদের হাতে পৌঁছেনি নতুন বই। তারা বঞ্চিত হচ্ছে নতুন বই পাওয়ার আনন্দ থেকে। সন্তানদের কান্না থামাতে ধারদেনা করে সেই অগ্রিম বেতন ও সেশন ফির আংশিক পরিশোধ করলেও বেশ কিছু শিক্ষার্থীর হাতে পৌঁছেনি নতুন বই। ভেলাবাড়ী বাজারের চা বিক্রেতা নাজমা খাতুন জানান, প্রায় এক যুগ আগে স্বামীকে হারিয়েছেন। একমাত্র সন্তান নাজমুলকে শিক্ষিত করতে চা বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। তার সন্তান ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে এবার সপ্তম শ্রেণিতে উঠেছে। নতুন বই নিতে অনেক আশায় বিদ্যালয়ে গিয়ে খালি হাতে বাড়ি ফিরে কান্না করে সে। সেশন ফির ৩০০ টাকা পরিশোধ না করায় বই পায়নি নাজমুল। ধারদেনা করে ১০০ টাকা নিয়ে পুনরায় বিদ্যালয়ে গিয়েও নতুন বই পায়নি নাজমুল। নাজমুল জানায়, প্রথমবার খালি হাতে ফিরে মায়ের কাছে বায়না ধরে ১০০ টাকা নিয়ে গেলেও তাকে বই দেয়া হয়নি। একটা টোকেন দেয়া হয়েছে। আর বই পরে দেয়া হবে বলে বিদ্যালয় থেকে জানানো হয়েছে। নাজমুল আরো জানায়, শুধু সে একা নয়, তার ক্লাসের ২০-৩০ জন বন্ধু টাকার অভাবে বই পায়নি। একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শামিম মিয়া জানায়, পুরনো বই জমা দিয়ে টোকেন নিতে হয়। এরপর সেশন ফি ৩০০ ও অগ্রিম ৭ মাসের বেতন মিলে ৭৫০ টাকা পরিশোধের রসিদ জমা দিয়ে নতুন বই নিতে হয় তাদের বিদ্যালয়ে। পুরনো বই জমা না দিলে বা টাকা না দিলে নতুন বই মেলে না। ৭৫০ টাকা দিতে ব্যর্থ হয়ে সে বই ছাড়াই খালি হাতে বাড়ি ফিরে এসেছে। রিকশাচালক বাবাকে অনেকবার বলেও টাকা জোগাড় করতে ব্যর্থ হওয়ায় তার মাঝে নেই বই উৎসবের আনন্দ। শামিম বলে, কয়েকটা দিন পরই টাকা দিতে চেয়েছি, তবুও বই দেয়নি। বন্ধুরা নতুন বই নিয়ে আনন্দে বাড়ি ফিরলেও তাকে ফিরতে হয়েছে খালি হাতে। শামিমের সহপাঠী সবুজ মিয়া জানায়, টাকা না দেয়ায় সেও নতুন বই পায়নি। পুরনো বই জমা দিয়েছে, নেই শুধু টাকা জমা দেয়ার টোকেন। তাই নেই নতুন বই। নাম প্রকাশে অনিচ্ছুক ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা জানান, সরকার বিনামূল্যে বই দিচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে অগ্রিম বেতন ও সেশন ফি আদায় করছেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বই আটকিয়ে বেতন বা সেশন ফি আদায় করাটা দুঃখজনক। বিষয়টির প্রতি দৃষ্টি রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ভেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান জানান, বাধ্যতামূলক নয়, অনেকেই স্বেচ্ছায় পুরনো বই জমা দিয়েছে। টাকার জন্য নয়, যারা ফেল করেছে বা বিদ্যালয়ে আসেনি তাদের বই দেয়া হয়নি। যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেককে নতুন বই দেয়া হয়েছে। আদিতমারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ জানান, বই আটকিয়ে শুধু নয়, বই দিয়ে অন্য কোনো পাওনাদিও আদায় করা নিষেধ রয়েছে। টাকার জন্য বই না দেয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে আদিতমারীর ইউএনও আসাদুজ্জামান জানান, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App