×

বিনোদন

এফডিসি সরগরম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০১:১৭ পিএম

এফডিসি সরগরম

মনোনয়নপত্র কিনছে গুলজার-খোকন পরিষদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ শেষ হতে না হতেই এবার এফডিসিতে নির্বাচনের হাওয়া লেগেছে। প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এরই মধ্যে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা মনোনয়নপত্র কেনা শুরু করেছেন। প্রার্থীরা নিয়মিতভাবে এফডিসিতে আসা-যাওয়া করছেন। ক্যান্টিন ও পরিচালক সমিতির সামনে চলছে নির্বাচনী আড্ডা। সেখানে আগ্রহী প্রার্থী ছাড়াও সাধারণ ভোটারদের সরব উপস্থিত লক্ষ করা যাচ্ছে। একে অপরের কুশল বিনিময়ে চলছে নির্বাচনী প্রচারণা। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচন করবেন। একটি মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল। আরেকটি বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী প্যানেল। এ ছাড়া শোনা যাচ্ছে, মহাসচিব পদে পরিচালক সাফি উদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সবশেষ (২০১৭-২০১৮) নির্বাচনে গুলজার-খোকন নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন তা জানা যাবে ১০ জানুয়ারি প্রার্থী তালিকা জমা দেয়ার পর। আগামী ১৮ জানুয়ারি সমিতির সব পরিচালককে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে ৩৬১ জন পরিচালক ভোট প্রদান করবেন। ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ীরা ২০১৯-২০২০ সালের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্ব গ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App