×

জাতীয়

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ১০:২৩ পিএম

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ায় একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। দণ্ডিত মোহাম্মদ মনির টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও এক মাস কারাভোগ করতে হবে মনিরকে।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামশ জগলুল হোসেন আজ বুধবার বিকালে এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জামিনে থাকা মনির রায় ঘোষণার সময় আদালতেই ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠান বিচারক।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি আলমগীর হোসেন ও শীল সুব্রতকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের বিবরণে বলা হয়, টাঈাইল জেলার নাগরপুর থানার কেদারপুর বাজারে কারাদণ্ডপ্রাপ্ত মনিরের মনির টেলিকম’ নামের একটি দোকান ছিল। সেখানে থেকে তিনি বিভিন্ন মোবাইল ফোনে ছবি বিকৃত করে বিভিন্ন মোবাইলে দিতেন বলে প্রমাণিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App