×

জাতীয়

শপথ নিলেন ৩ উপমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ০৫:০৩ পিএম

শপথ নিলেন ৩ উপমন্ত্রী
মন্ত্রিপরিষদের উপমন্ত্রীরা শপথ নিয়েছেন। সোমবার বিকেলে সাড়ে ৩টায় এ শপথ অনুষ্ঠান শুরু হয়। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপমন্ত্রীদের শপথ পড়ান। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো শপথ নেন। তারপর মন্ত্রিপরিষদের ২৪ জন মন্ত্রী ও ১৯ প্রতিমন্ত্রীকে শপথ পড়ানো হয়। সংবিধান অনুযায়ী, নতুন এই মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দেশের নতুন সরকার গঠন হলো। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হলো। নতুন মন্ত্রিসভায় উপমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন, তারা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার (বাগেরহাট-৩); পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২) ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App