×

বিনোদন

রণবীরের সঙ্গে দেখা মিলবে না দীপিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ০৪:০০ পিএম

রণবীরের সঙ্গে দেখা মিলবে না দীপিকার
গত বছরের শেষদিকে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর-দীপিকা। বিয়ের পরই অভিনয় নিয়ে ফের ব্যস্ততা শুরু হয়েছে তাদের! অথচ ২০১৯ সালে নাকি পর্দায় একসঙ্গে দেখাই মিলবে না এই তারকা জুটির! পর্দায় রণবীর সিং আর দীপিকা পাড়–কোন একসঙ্গে মানেই হিট কিছু। ইতোমধ্যেই বেশ ভালোমতোই সে প্রমাণ পেয়েছে বলিউডের দর্শকরা। ২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালির ‘রাম লীলা’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সেখান থেকেই মূলত হিটের তকমা পেতে থাকে জনপ্রিয় এই জুটি। ‘রাম লীলা’র পর এই জুটিকে দেখা যায় ‘বাজিরাও-মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এ। যেগুলো ভারতের বক্স অফিসেও সুপার হিট করেছিল। তবে হিট তকমা পাওয়া এই নবদম্পতিকে চলতি বছর একসঙ্গে পর্দায় দেখা মিলবে না এমনটাই আভাস দিলেন রণবীর সিং নিজেই। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন যে, ২০১৯-এ দীপিকা ও তার একসঙ্গে কোনো সিনেমা নেই, তবে তিনি আশা করছেন যে নির্মাতারা তাদের কাছে একটি চমৎকার স্ক্রিপ্ট নিয়ে আসবেন এবং এরপর তারা এটিকে এগিয়ে নিয়ে যাবেন। স্ত্রী দীপিকার সঙ্গে পরবর্তী সিনেমা করার অধির আগ্রহে অপেক্ষার কথাও জানান রণবীর সিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App