×

খেলা

প্লিসকোভার দ্বিতীয় শিরোপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ১২:১৩ পিএম

প্লিসকোভার দ্বিতীয় শিরোপা
দ্বিতীয়বারের মতো ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের নারী তারকা ক্যারোলিনা প্লিসকোভা। গতকাল ফাইনাল ম্যাচে তিনি ইউক্রেনের টেনিস কন্যা লেসিয়া সুরেঙ্কোকে ৪-৬, ৭-৫ এবং ৬-২ সেটে হারিয়েছেন। এর মাধ্যমে প্লিসকোভা আমেরিকান টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং ভিকা আজারেঙ্কার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চসংখ্যক ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের শিরোপা জেতার গৌরব অর্জন করলেন। গত বছর এ টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন তিনি। ২০১৬ সালে প্লিসকোভাকে ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস ইভেন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। সে আক্ষেপ নিয়ে ২০১৭ সালে খেলতে গিয়েছিলেন তিনি। ওই আসরের ফাইনাল ম্যাচে জয়লাভের মাধ্যমে প্লিসকোভা শিরোপার আক্ষেপ মেটান। এবারো বাজিমাত করলেন এ চেক কন্যা। ১৯৯২ সালের ২১ মার্চ চেক প্রজাতন্ত্রে জন্ম নেয়া প্লিসকোভা গতকাল ফাইনালে হারিয়েছেন লেসিয়া সুরেঙ্কোকে। এ জয়ের ফলে প্লিসকোভা বেশ উচ্ছ্বসিত। এ সম্পর্কে তিনি বলেন, গত বছর শিরোপা জিতে বেশ আত্মবিশ্বাস পেয়েছিলাম। সেটাই এখন সবচেয়ে বেশি কাজে লেগেছে। টুর্নামেন্ট নিয়ে বলতে গিয়ে তিনি জানান, এখানে সেরা খেলোয়াড়রাই অংশ নিয়ে থাকে, যে কারণে শিরোপা জেতার ক্ষেত্রে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App