×

আন্তর্জাতিক

ড. মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী করায় নিউইয়র্কে আনন্দের বন্যা

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ০৭:১৩ এএম

ড. মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী করায় নিউইয়র্কে আনন্দের বন্যা
সফল কুটনীতিক ড. একে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী করায় নিউইয়র্কে আনন্দের বন্যা বইছে। প্রবাসী রাজনীতিক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, ব্যবসায়িক, সমাজকর্মী, সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ড. মোমেনকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে এমন একজন সুহৃদ, সজ্জন এবং কূটনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিকে পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে বেছে নেয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরই মধ্যে মন্ত্রী সভার নতুন মুখ ড. মোমেনকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আওয়ামীলীগসহ একাধিক ব্যক্তি ও সংগঠন নিউইয়র্কে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।  যেসব ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ড. মোমেনকে অভিনন্দন জানিয়েছেন তারা হলেন,  নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ, নিউইয়র্কে মহানগর আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু প্রজন্মলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি এম এ মুহিত, সাধারন সস্পাদক জহুরুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ ও সেক্রেটারি বিশ্বজিৎ সাহা, বিয়ানীবাজার সমিতি, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, ফুলকলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি বেলাল আহমেদ বেলাল আহমেদ প্রমুখ। ড. আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ভোরের কাগজকে বলেন, ড. মোমেন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আমরা খুবই আনন্দিত। এটা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দুরদর্শীতার পরিচয়। ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আগামীতে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ, তা মোকাবেলায় ড. আব্দুল মোমেন বিশ্বনেত্রী শেখ হাসিনার কাজকে সহজ করতে দৃয় প্রত্যয় নিয়ে কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ যে একটা উদার, গনতান্ত্রিক রাষ্ট্র তা বর্হিবিশ্বে তা প্রমাণ করতেও ড. মোমেন সক্ষম হবেন বলে আমরা মনে করি। যুক্তরাষ্ট্র্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহিউদ্দিন দেওয়ান বলেন, কূটনীতি কিভাবে সাধারন মানুষের কাছে বোধগম্য করা যায় এবং তাদের খুব কাছাকাছি নিয়ে আসা যায় তা তিনি জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি থাকাকালে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এতো বড় মাপের একজন কূটনীতিক হবার পরও তাকে আপামর জনতা যখন যেভাবে কাছে চেয়েছেন, তখনই তিনি তার ডাকে ছুটে গেছেন। আমরা তার সাফল্য কামনা করি। জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সাবেক সভাপতি সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বলেন, একজন প্রবাসী হিসেবে আমি নিজেকে গর্ববোধ করছি ড. আবদুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী করায়। আমি মনে করি, ওনার যোগ্যতা, মেধা এবং অভিজ্ঞতা বর্হিবিশ্বে বাংলাদেশের কূটনীতি সফল হবে। এবং বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় দাড় করাতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। এমন একজন যোগ্যব্যক্তিকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বেছে নেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাকারিয়া মাসুদ বলেন, একজন সফল ক্যারিয়ার ডিপ্লোমেট হিসেবে জাতিসংঘে রাষ্ট্রদূত থাকা অবস্থায় তিনি অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশকে বর্হিবিশ্বের অন্যান্য দেশের কাছে আমাদের দেশকে সব্বোর্চ পর্যায়ে তুলে ধরার চেষ্টা করেছেন। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সভাপতি লাভলু আনসার ড. একে আব্দুল মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সারা বিশ্বে এক কোটি প্রবাসীকে সম্মান জানিয়ে তাদের প্রতিনিধি হিসেবে ড. মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী করায় প্রবাসীরা আনন্দিত, গর্বিত। ইতিপূর্বে আমরা দেখেছি জাতিসংঘে সফলভাবে দায়িত্ব পালন করে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দক্ষতা এবং বিচক্ষনতার স্বাক্ষর রাখতে তিনি সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App