×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া উপকূলে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ০১:১১ পিএম

ইন্দোনেশিয়া উপকূলে ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়া উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকালে ইন্দোনেশিয়া টারনেট শহরের ১৭৫ কিলোমিটার উত্তর উত্তরপশ্চিমে মলুক্কা সাগরের তলদেশে প্রায় ৬০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পটি অনুভূত হয় উল্লেখ করে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। ক্ষতি বা হতাহতদের কোন তাত্ক্ষণিক কোন খবর পাওয়া যায়নি এবং ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা সুনামির সতর্কতা জারি করেনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্প অনুভূত হওয়ার পর তাৎক্ষণিকভাবে হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হওয়ার পর বেশ কয়েকটি ছোট ছোট ভূমিকম্প অনুভূত হয়, যেগুলো ছিল মূলত পরকম্পন বা 'আফটার শক'। প্রসঙ্গত, গত ডিসেম্বরে ভয়াবহ সুনামির আঘাতে বিপর্যস্ত ইন্দোনেশিয়া এখনও পুরোপুরি ওই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সাগরের তলদেশে ভূমিধসের কারণে সৃষ্ট সুনামিতে চার শ'র বেশি মানুষের মৃত্যু হয়, বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App