×

তথ্যপ্রযুক্তি

আসুসের ল্যাপটপে নচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ০৩:৪৩ পিএম

আসুসের ল্যাপটপে নচ
স্মার্টফোনের পর এবার ল্যাপটপেও যুক্ত হলো নচ। আসুসের জেনবুক এস১৩ ল্যাপটপটির দেখা মিলবে কনজিউমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস)। প্রতিষ্ঠানটির দাবি এটাই পৃথিবীর সবচেয়ে কম বেজেলের ল্যাপটপ।তবে ফোনের মতো নচটি ডিসপ্লের ভেতরে নয় বরং একটু বাইরের দিকে। ল্যাপটপের একদম উপরে থাকা স্ফীত অংশটিতে রয়েছে ওয়েব ক্যাম। এতে স্ক্রিন টু বডি রেশিও ৯৭ শতাংশে আনা সম্ভব হয়েছে।১৩ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে ও কিবোর্ডের মাঝামাঝি অংশে আছে হিঞ্জ। যার সাহায্যে নিচের দিকে থাকা বেজেল চোখের আড়ালে চলে যাচ্ছে। এই অংশের নাম দেওয়া হয়েছে ন্যানোএজ ডিসপ্লে। ৮ম জেনারেশন কোর আই ৫ ও কোর আই ৭ প্রসেসর সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি। ১৬ গিগাবাইট র‍্যাম ও ১ টেরাবাইট এসএসডি সংস্করণে পাওয়া যাবে জেনবুক এস১৩। গেইমিং ও গ্রাফিক্স সুবিধার জন্য এতে আছে জিফোর্স এমএক্স১৫০ জিপিইউ।এতে থাকবে দুটি ইউএসবি সি পোর্ট, একটি ইউএসবি এ পোর্ট ও মাইক্রোএসএসডি রিডার। এর টাচপ্যাডে থাকবে ফিঙ্গারপ্রিন্ট রিডার। এতে ১৫ ঘণ্টারও বেশি সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।ল্যাপটপটির দাম কতো হবে তা জানতে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App