×

জাতীয়

সুবর্ণচরের গণধর্ষণ মামলা এবার ডিবিতে হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ১০:৩৮ পিএম

সুবর্ণচরের গণধর্ষণ মামলা এবার ডিবিতে হস্তান্তর

৭ আসামীকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্ব ডিবি নোয়াখালী ইন্সপেক্টর জাকির হোসেনকে প্রদান করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রোববার ভোটকেন্দ্রে বাকবির্তকের জের ধরে দরজা ভেঙে ভিকটিমের ঘরে প্রবেশ করে স্থানীয় সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বাহিনীর সদস্য সুহেল, স্বপন, চৌধুরী, বেচুসহ ১০ জন।

এ সময় তারা ঘরে ভাঙচুর করে ভিকটিমের স্বামীকে মারধর ও ৪ সন্তানকে বেঁধে রেখে ভিকটিমকে উঠানে নিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে। পরে এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App