×

জাতীয়

মাধবপুরে সংরক্ষিত বনে আগুন : পুড়ে গেছে ২০ হেক্টর বনভূমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ০৩:৫৩ পিএম

মাধবপুরে সংরক্ষিত বনে আগুন : পুড়ে গেছে ২০ হেক্টর বনভূমি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন বনের জগদীশপুর সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকান্ডের ঘটনায় ২০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ২০১৬-২০১৭ আর্র্থিক বছরে দীর্ঘমেয়াদী বনের গর্জন, চাপালিশ, জারুল, সেগুন সহ ২০ হেক্টর বনভূমির সৃজিত চারা গাছ সম্পূর্ণ পুড়ে গেছে। বনরক্ষি ও উপকারভোগীরা ২ দিন চেষ্ঠা চালিয়ে রোববার সকালে ভয়াবহ আগুন নেভাতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জগদীশপুর বিট কর্মকর্তা সামসুল ইসলাম মাধবপুর থানায় রোববার দুপুরে একটি সাধারণ ডায়েরী করেছেন। বনে আগুন লেগে উপকার ভোগীদের বাগান পুড়ে ক্ষতিগ্রস্থ বাগান দেখে উপকারভোগীরা হতবাক হয়েছেন। উপকারভোগী ফরিদা বেগম জানান, সরকারের সহযোগিতায় বাগান পেয়ে আশায় ছিলাম কিছু লাভবান হব। কিন্তু আগুনে সব আশা পুড়ে গেছে। হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক আব্দুল আল মামুন জানান, ২০১৬-২০১৭ আর্থিক অর্থবছরে সরকারের রাজস্ব অর্থায়নে ৯০ হেক্টর জায়গায় বিভিন্ন প্রজাতির দীর্ঘমেয়াদী বনায়ন সৃজন করা হয়। এগুলো সরকারি নিদের্শে ১২৫ জন উপকারভোগীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। এটি একটি সফল বাগান ছিল। কিন্তু গত ৪ জানুয়ারী রাতে খবর আসে বনে আগুন লেগেছে। আগুন নেভানোর জন্য পানির কোন ব্যবস্থা না থাকা এবং খরা মৌসুম হওয়ায় আগুনের তীব্রতা বাড়তে থাকে। ক্রমশেই আগুনেন লেলিহান শিখা দ্রুত পুরো বনে ছড়িয়ে পড়ে। বনরক্ষী ও উপকারভোগীরা ২ দিন চেষ্টা চালিয়ে রোববার সকালে আগুন নেভাতে সক্ষম হয়। পাহাড়ের ভেতরে ফায়ার সার্ভিসের যান চলাচলের রাস্তা না থাকায় বনে ঢুকতে পারে নি। ক্ষতিগ্রস্থ বনে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App