×

তথ্যপ্রযুক্তি

রাজধানীতে জোবাইকের যাত্রা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ০৫:১৩ পিএম

রাজধানীতে জোবাইকের যাত্রা শুরু
এবার রাজধানীতে শুরু হলো বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক। মিরপুর ডিওএইচএসে শনিবার থেকে যাত্রা হয়েছে জোবাইকের বাইসাইকেল সেবার।এর আগে দেশে এই সেবা কক্সবাজার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে।৪০টি বাইসাইকেল দিয়ে মিরপুর ডিওএইচএসে সেবাটি শুরু করেছে জোবাইক। তবে এটি অল্প সময়ের মধ্যে শতাধিক হবে বলে জনান জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মেহেদী রেজা। ছেলে মেয়ে উভয়ের ব্যবহার উপযোগী হিসেবে তৈরি জোবাইকের স্মার্ট এই সাইকেলের সঙ্গে আছে অত্যাধুনিক লক, সোলার প্যানেল, জিপিএস ইত্যাদি। এই সাইকেলের লক খোলার জন্য দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপ ডাউনলোড করে, অ্যাকাউন্ট খুলে, সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে।সাইকেলটি ব্যবহারের জন্য প্রতি পাঁচ মিনিটে গুণতে হবে তিন টাকা। অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খোলার সঙ্গে শুরু হবে সময় গণনা। গন্তব্যে পৌঁছে ব্যবহারকারী যখন সাইকেলটি স্ট্যান্ড করে পুনরায় লক করবেন তখন শেষ হবে তার রাইড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App