×

জাতীয়

আবারো জোরদার হচ্ছে মাদকবিরোধী অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ০১:২২ পিএম

আবারো জোরদার হচ্ছে মাদকবিরোধী অভিযান
ইমরান রহমান : মাদকের ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী সাঁড়াশি অভিযান আবারো জোরদার করা হচ্ছে। গত বছরের মে মাসে শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে ৩ শতাধিক মাদক কারবারি নিহত হলেও থেমে নেই ‘অতি লাভজনক’ এই ব্যবসা। তাই বছরের শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী নতুন ছক নিয়ে আবারো অভিযান জোরদার করছে। একাধিক সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সারা দেশে কয়েক দিন ধীরগতিতে অভিযান চালানোর পর এ সিদ্ধান্ত নিয়েছে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‌্যাব। যদিও পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের দাবি, ইতোমধ্যেই অনেক শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার কিংবা অভিযানের সময় ‘বন্দকযুদ্ধে’ নিহত হয়েছে। বাকিদের গ্রেপ্তারে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মাঝে জাতীয় নির্বাচন চলে আসায় সঙ্গত কারণেই সেটাকে প্রাধান্য দেয়া হয়েছে। এখন যেহেতু নির্বাচন শেষ, তাই মাদক কারবারিদের সব ধরনের কৌশল মাথায় নিয়ে নতুন আঙ্গিকে অভিযান কার্যকর করা হবে। এ ক্ষেত্রে শীর্ষ যেসব মাদক ব্যবসায়ী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের মে মাস থেকে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডসহ গোয়েন্দা সংস্থাগুলো মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে এক লাখ ১৫ হাজার মামলায় প্রায় দেড় লাখ কারবারি ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সারা দেশে তিন শতাধিক মাদক কারবারি নিহত হয়েছে। বিগত সরকারের আমলে শুরু করা এ অভিযানের ধারাবাহিকতা নতুন সরকারের আমলেও রক্ষা করা হবে। সূত্র আরো জানায়, গত বুধবার নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকবিরোধী অভিযান জিরো টলারেন্স নীতিতে চালানোর ঘোষণা দেন। অন্যদিকে বেশির ভাগ সংসদ সদস্যের নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল নিজ এলাকাকে মাদকমুক্ত করার। জয়ী হওয়ার পর তারাও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। এ ছাড়া গত সোমবার গুলশানে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি বেনজির আহমেদ জানান, নতুন বছরে মাদক নির্মূলই হবে মূল লক্ষ্য। সে হিসাবে র‌্যাবও বছরের শুরু থেকেই অভিযান জোরদার করেছে। এদিকে মাদকের নতুন আইন পাস হওয়ার পরে নতুন উদ্যমে মাঠে নামছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এবার মাদকের নেপথ্য নায়কদের গ্রেপ্তারে সর্বোচ্চ জোর দেবে সংস্থাটি। ইতোমধ্যে গডফাদারদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়েছেন ডিএনসির কর্মকর্তারা। অধিদপ্তরের মহাপরিচালক মো. জামালউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বিশেষ অভিযান অব্যাহত রেখেছি। নতুন পরিকল্পনা নিয়ে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও চলছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম ভোরের কাগজকে বলেন, ডিএমপি সবসময় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে থাকে। তবে, জাতীয় নির্বাচনের কারণে বড় অভিযানগুলো বন্ধ ছিল। দুএকদিনের মধ্যে বড় পরিসরে আবার অভিযান শুরু করা হবে। ইতোমধ্যে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে নতুনভাবে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বছরের ৪ দিনে ঢাকা ও ঢাকার বাইরে আড়াই শতাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার ঢাকার উপকণ্ঠ সাভার বালিয়ারপুর এলাকা হতে ৭০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-২। অন্যদিকে, এই চার দিনে ফেনী, কুমিল্লা ও মেহেরপুরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে চার মাদক কারবারি। জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ভোরের কাগজকে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। এটি একটি চলমান প্রক্রিয়া। কোনো ঘটনাই এতে ছন্দপতন ঘটাতে পারেনি। নতুন বছরে সারা দেশে অভিযান আরো জোরদার করা হবে। অভিযানের কৌশলেও হয়ত পরিবর্তন আনা হতে পারে। এতে আরো অনেক বড় মাপের মাদক কারবারি ধরা পড়বে বলে আশা রাখি। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) সোহেল রানা ভোরের কাগজকে বলেন, সঙ্গত কারণেই জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়েছে পুলিশ। তবে, মাদক অভিযান থেকে থাকেনি। এখন বছরের শুরু থেকেই নতুন পরিকল্পনা নিয়ে অভিযানে নামবে পুলিশ। কোনো মাদক কারবারিকেই ছাড় দেয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App