×

আন্তর্জাতিক

শবরীমালা মন্দিরে প্রবেশের ঘটনায় উত্তাল কেরালা, আটক ৭৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ০৫:৫৭ পিএম

শবরীমালা মন্দিরে প্রবেশের ঘটনায় উত্তাল কেরালা, আটক ৭৫০

ভারতে শবরীমালা মন্দিরে নারী প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল কেরালা। মন্দিরে নারী প্রবেশের প্রতিবাদে চলছে হরতাল, সংঘর্ষ। এখন পর্যন্ত সংঘর্ষে নিহত হয়েছেন একজন ও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৭৫০ জনকে।

ঘটনার শুরু বুধবার (২ জানুয়ারি)। এদিন ভোরে মধ্যবয়সী ঋতুমতী দুই নারী প্রশাসনের সহায়তায় শবরীমালা মন্দিরে প্রবেশ করে প্রার্থনা করেন।

এ ঘটনা জানার পর এর প্রতিবাদে হরতাল ডাকা হয়। রাস্তায় নামে হাজারও মানুষ। এ সময় তারা রাস্তা অবরোধ করে দেয় এবং সব দোকান, মল বন্ধ করে দেয়। বাধা দিলে পুলিশকে লক্ষ করে তারা হাত বোমা ও পাথর ছুড়তে থাকে। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে আহত হয় প্রায় ৩০ জন। এ ঘটনায় প্রায় ৭৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

কেরালা হাইকোর্টের ১৯৯১ সালের নির্দেশ অনুযায়ী ১০ থেকে ৫০ বছরের ঋতুমতী নারী ওই মন্দিরে প্রবেশ করতে পারেন না। সন্দেহজনক নারীদের মন্দির কর্তৃপক্ষের কাছে বয়সের প্রমাণপত্র দাখিল করতে হয়। এই প্রথার বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ আদালত তার রায়ে সেই বৈষম্য দূর করেন।

গত বুধবার ভোরে বিন্দু ও কনকদূর্গা নামে দুই নারী মন্দিরে প্রবেশ করেন। আর এরপর থেকেই উত্তাল হয়ে উঠেছে কেরালা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App