×

জাতীয়

কুমিল্লায় নারী ও শিশুসহ ৪৮ রোহিঙ্গা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০১৯, ১০:০৩ পিএম

কুমিল্লায় নারী ও শিশুসহ ৪৮ রোহিঙ্গা আটক

কুমিল্লায় আটককৃত রোহিঙ্গারা

কুমিল্লায় নারী-শিশুসহ ৪৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সড়কের মোড় এবং ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে পুলিশ তাদের আটক করে।

নগরীতে আটককৃত ৩১ রোহিঙ্গার মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও ১৭ শিশু রয়েছে।

অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী বাগরা এলাকা থেকে আটক ১৭ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও ৯ শিশু রয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, আটক রোহিঙ্গারা প্রায় ৩ বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে তাদের আত্মীয়স্বজন রয়েছে। কক্সবাজার যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার তারা ভারত থেকে সীমান্ত পার হয়ে কুমিল্লা নগরীতে ও ব্রাহ্মণপাড়ার বাগরায় আসে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, ব্রাহ্মণপাড়ায় আটক ১৭ রোহিঙ্গা কসবা থানার পুটিয়া শ্যামপুর ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আটককৃতদের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

পরে সেখান থেকে তাদের রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App