×

জাতীয়

হেরে গিয়েও উপনির্বাচনের স্বপ্নে বিভোর আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৪:৪২ পিএম

সারা দেশে বিএনপির ভরাডুবি হলেও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনের ২টিতেই ধানের শীষের জয়। আওয়ামী লীগের পরাজয়ের বিষয়টি এখন নেতাকর্মীদের মুখে মুখে। নেতাকর্মীরা কেউ কেউ এমন মনে করছেন, নির্বাচনে বিএনপির এতো কম প্রার্থী জয়ী হয়েছেন তারা সংসদে নাও যেতে পারে। যদি তাই ঘটে এবং বিএনপির প্রার্থীরা শপথ না নেন, তা হলে ৯০ দিনের মধ্যে ওই সব আসনে উপনির্বাচন হবে।বুধবার সরজমিনে চাঁপাইনবাবগঞ্জ- ২ আসন ( নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট) ঘুরে এমন টাই জানা যায়। তবে আওয়ামী লীগের প্রায় সবার মুখে মুখে যে কথাটি উচ্চারিত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের ভরাডুবির কারণ নির্বাচন পরিচালনা কমিটি না থাকায় এবং বিএনপির প্রার্থীর কালো টাকার ছরাছরির কাছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আলহাজ আমিনুল ইসলামের কালো টাকার কাছে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের পরাজয় হয়েছে বলে জানান, বর্তমান সংসদ সদস্য মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস। এদিকে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুঃ মামুন অর রশীদ ভোরের কাগজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কোন কমিটি ছিল না।সব কিছুই দেখভাল করেছেন প্রার্থী নিজেই। কেউ কারো নিয়ন্ত্রণে ছিলো না।এমন কি কারো মধ্যে কোন সমন্বয় ছিল না।এই সুযোগে বিএনপির প্রার্থীর কালো টাকার ছরাছরি এসব আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের কারণ। অপর দিকে নির্বাচনের পরের দিন গত সোমবার গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীর কালো টাকার কাছে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়ের কারণ উল্লেখ্য করে এক সাংবাদিক সম্মোলন করেন। কথা হয় সাধারণ ভোটারদের সাথে তারা এখন নির্বাচনের জয়-পরাজয় দেখছেন না। দেখছেন সামনে উপনির্বাচন। নির্বাচনের আমেজের মত চায়ের দোকান থেকে শুরু করে এখন সর্বত্র আলোচনায় উপনির্বাচনের আমেজ বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App