×

বিনোদন

টেলিভিশন বনাম ইউটিউব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ পিএম

টেলিভিশন বনাম ইউটিউব
সময়ের সঙ্গে বদলে যাচ্ছে বিনোদনের মাধ্যম। আগে যেমন টেলিভিশন নাটক দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতেন দর্শক। এখন সেই অবস্থা নেই। এখন খণ্ড নাটক কিংবা ধারাবাহিক প্রচার হচ্ছে অনলাইনভিত্তিক বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে। টেলিভিশন চ্যানেলগুলোও ব্যবসায়িক দিক চিন্তা করে টিভিতে প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই নাটকগুলো তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার করছে। ফলে দর্শক টেলিভিশনের পর্দার চাইতে অনলাইনভিত্তিক বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মকেই বেছে নিয়েছেন নাটক-টেলিফিল্ম দেখার জন্য। এরপরও বছরজুড়ে আলোচনা ছড়িয়েছে টিভি নাটক, যা পরবর্তী সময়ে ইউটিউবে লাখো দর্শককে আনন্দ দিয়েছে, হাসিয়েছে-কাঁদিয়েছে। ২০১৮ সালের টিভি নাটকে প্রাধান্য ছিল কমেডিনির্ভর নাটকের। তবে প্রশংসিত হয়েছে সাহিত্যনির্ভর নাটক এবং পারিবারিক গল্পের নাটক। মূলত দুই ঈদকে কেন্দ্র করেই পাঁচ শতাধিক নাটক-টেলিফিল্ম প্রচার হয়েছে টিভি পর্দায়। এ ছাড়া বিভিন্ন দিবসকে উপলক্ষ করে নির্মিত হয়েছে নাটক। বছরজুড়েই চ্যানেলগুলোর নিয়মিত আয়োজন সাপ্তাহিক নাটক, ধারাবাহিক, বিশেষ নাটকের প্রচার হয়েছে। ঈদ কেন্দ্রিক নাটকের মধ্যে প্রশংসিত হয়েছে সোহেল রানা ইমন পরিচালিত ‘ওপেন টি বায়োস্কোপ’। এই নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন ফারহানা মিলি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিটিও প্রশংসিত হয়েছে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন। এই টেলিছবিতে গান গেয়েছেন মাহতিম শাকিব। গানটির শিরোনামও ‘বুকের বাঁ পাশে’। লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। এ ছাড়াও আলোচিত নাটকের মধ্যে রয়েছে সাগর জাহান পরিচালিত ‘মাছের দেশের মানুষ’। সাজ্জাদ সুমন পরিচালিত ‘ক্লাসলেস মোখলেস’। এ ছাড়া আলোচনা তৈরি করেছে জাহিদ হাসান পরিচালিত ‘যে মাসে সুখ থাকে’, গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’। একক নাটক ‘বিবাহ কলহ, শামস করিম পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’। শিহাব শাহীন পরিচালিত ‘কিছু দুঃখ সবারই থাকে’। সাজ্জাদ সুমন পরিচালিত ‘কলুর বলদ’। মুরসালিন শুভ পরিচালিত ‘তোমাকে চাই’। শাফায়েত মরসুর রানা পরিচালিত ‘সব মিথ্যে সত্যি নয়’। আলমগীর রুম্মান পরিচালিত ‘গুলজার’। ইমেল হোক পরিচালিত ‘নাইট ওয়াচম্যান’। শিহাব শাহীন পরিচালিত ‘এই শহরে কেউ নেই’। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘হোম টিউটর’। তানিম পারভেজের পরিচালনায় ‘নীরার নীল আকাশ’। জাকারিয়া শৌখিন পরিচালিত ‘জলসাঘর’। হিমেল আশরাফের পরিচালনায় ‘শাড়ি’। আর এইচ সোহেল পরিচালিত ‘সোনা বৌ’। সাগর জাহান পরিচালিত ‘নীল গ্রহ’। মুরসালিন শুভ পরিচালিত ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে’। শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’। জাহিদুর রহমান পরিচালিত ‘জীবন বাবুর চিঠি’। সাহিত্যনির্ভর নাটকের মাঝে বছরের শেষ সময়ে সৈয়দ শামসুল হকের গল্প ‘অরণ্যে একদিন’ অবলম্বনে ‘মাউথ অর্গান’ প্রচার হয় এনটিভিতে। নাটকটি প্রশংসিত হয়েছে। এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। বছরজুড়ে ছোট পর্দায় চমক দেখিয়েছে শিশুতোষ চ্যানেল ‘দুরন্ত টিভি’। শিশুদের নিয়ে নাটক, কার্টুনসহ নানা শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করেছে চ্যানেলটি। ইতোমধ্যে অসংখ্য দর্শকের মন জয় করেছে দুরন্ত টিভি। তবে নাটক-টেলিছবি প্রচারের দিক দিয়ে প্রশংসিত হয়েছে এনটিভি, আরটিভি, চ্যানেল আই, বাংলাভিশন, মাছরাঙা টিভি। খেলা বিষয়ে দর্শকের মাঝে প্রশংসা কুড়িয়েছে জিটিভি ও চ্যানেল নাইন। সংবাদ প্রকাশে আলোচিত হয়েছে একাত্তর টিভি, সময় টিভি, যমুনা টেলিভিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App