×

বিনোদন

চলে গেলেন চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৫:০৯ পিএম

চলে গেলেন চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন
প্রয়াত হলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন।আজ সকাল ১০:৩০ মিনিট নাগাদ নিজের বাসভবনেই চলচ্চিত্রকার মৃণাল সেনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃণাল সেনের জন্ম তদানীন্তন পূর্ববঙ্গের ফরিদপুরে ১৯২৩ সালে। কলকাতায় আসেন ছাত্র হিসেবে। পদার্থবিদ্যার ছাত্র মৃণাল সেনের পরিচালক জীবন শুরু হয় ১৯৫৫ সালে ‘রাত ভোরে’ ছবিটি দিয়ে। তবে স্বতন্ত্র হিসেবে তাকে চিহ্নিত করে ১৯৬০ সালের ‘বাইশে শ্রাবণ’ ছবিটিই। ‘ভুবন সোম’ (১৯৬৯), ‘কোরাস’(১৯৭৪), ‘মৃগয়া’ (১৯৭৬) প্রভৃতি ছবি তাঁকে প্রতিষ্ঠা দেয়। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অগণিত পুরস্কার ও সম্মান পেয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে ইন্দ্রপতন ঘটল। বিশ্ব চলচ্চিত্রেও নতুন চিত্রভাষা এনে দিয়েছিলেন মৃণাল সেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র সমাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App