×

খেলা

রাতে লিভারপুলের সামনে আর্সেনাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ পিএম

রাতে লিভারপুলের সামনে আর্সেনাল

১৯ ম্যাচ অপরাজিত। প্রিমিয়ার লিগে এটা ইতিহাসও। সেই ইতিহাস গড়ে এখন শিরোপার স্বপ্ন দেখছে লিভারপুল। কিন্তু ২৮ বছর পর ট্রফি জয়ের পথে এখনও অনেক বাধা। অ্যানফিল্ডে অলরেডসদের আজ শনিবারের বাধা আর্সেনাল। এরপর ৩ জানুয়ারি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ। তবে ইয়ুর্গেন ক্লপের দলে সব ভাবনা এখন আর্সেনাল ম্যাচ নিয়েই।

৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা টটেনহাম হটস্পারের চেয়ে ৬ এবং ম্যানসিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে লিভারপুল। আজ আর্সেনাল পরীক্ষায় পাস করলে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে দ্য রেডরা। যদিও লিগের এখনও অনেক বাকি। অর্ধেকের মতো ম্যাচ আছে। তার পরও মোহামেদ সালাহর দল যেভাবে ছুটছে এবং পেপ গার্দিওলার ম্যানসিটির হারেই লিভারপুল সমর্থকরা ১৯৮৯-৯০ মৌসুমের পর আরেকটি ট্রফির স্বপ্ন দেখছে।

অ্যানফিল্ডে বক্সিং ডেতে নিউক্যাসল ইউনাইটেডকে ০-৪ গোলে বিধ্বস্ত করেছে তারা। ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে তাই আরও আত্মবিশ্বাসী রেডরা। প্রতিপক্ষ আর্সেনাল স্বস্তিতে নেই। ৩৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচ নম্বরে। লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৩। গানাররা লিগ শিরোপার স্বপ্নও দেখছে না। তার ওপর ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলের ম্যাচে সমর্থকদের উদ্দেশ্য করে বোতলে লাথি মারায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আর্সেনাল কোচ উনাই এমেরির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৬ পয়েন্ট নষ্ট করেছে লিভারপুল। টানা ১৯ ম্যাচ অপরাজিত দলটির কোচ ক্লপ আর্সেনালকে হারাতেও আত্মবিশ্বাসী, 'লিভারপুল প্রথম দল যারা কি-না টানা ১৯ ম্যাচ অপরাজিত। এটা ছোট একটা ইতিহাস। তবে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো একটা ধাপ। আমাদের ম্যাচগুলো জিততে চাই। আর্সেনালের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভালো ফল আসবে।'

গত নভেম্বরে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের প্রথম লেগে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লিভারপুল। ঘরের মাঠে ম্যাচ হলেও লিভারপুলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গানাররা। এমেরির দলে আছেন এখন পর্যন্ত লীগের সর্বোচ্চ গোলদাতা পিয়েরি-এমেরিক অবমায়েং। দ্য রেডদের সমস্যায় ফেলার মতো সামর্থ্য আছে আলেক্সান্ডার লাকাজেত্তের। 'আমাদের সামনে এখন দুটি কঠিন ম্যাচ, আর্সেনাল ও ম্যানসিটি। নিজের খেলাটা ধরে রাখতে চাই আমরা। যদি আপনি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে চান, অবশ্যই আপনাকে জয়ের মানসিকতা ধরে রাখতে হবে'- বলেন লিভারপুলের ডিফেন্ডার লভরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App