×

আন্তর্জাতিক

নৌকায় ভোট দিতে নিউইয়র্কে সুধী সমাবেশ

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৮ এএম

নৌকায় ভোট দিতে নিউইয়র্কে সুধী সমাবেশ
নৌকায় ভোট দিতে নিউইয়র্কে সুধী সমাবেশ
নৌকায় ভোট দিতে নিউইয়র্কে সুধী সমাবেশ
নৌকার পক্ষে ভোট দিতে নিউইয়র্কে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছাড়াও কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গতকাল ২৬ ডিসেম্বর রাতে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস এর হাটবাজার পার্টি হলে এ সমাবেশে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন নিউইয়র্কের অতিপরিচিত মুখ, রাজনীতিক ও সমাজকর্মী জাকারিয়া চৌধুরী। এতে আলোচনায় অংশ নেন স্বাধীন বাংলাে বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান, প্রখ্যাত কবি বেলাল বেগ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, রাজনীতিবিদ প্রদীপ রঞ্জন কর, ভয়েস অব আমেরিকা বাংলার নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শাখার সভাপতি মিথুন আহমেদ, কলামিষ্ট ও কবি ফকির ইলিয়াস, সাংবাদিক জাহীদ রেজু নূর, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, শহীদুল মল্লিক বাধন, সমাজকর্মী অধ্যাপক হোসনেআরা বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সাধারন সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, কলামিষ্ট ও গীতিকার ইশতিয়াক রুপু, সাংস্কৃতিক কর্মী শহীদুল মল্লিক বাধন, প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী সাদিক, লেখক ও সমাজকর্মী কামাল হোসেন মিঠু, আমিনুল ইসলাম কলিন্স , নুরল আমিন বাবু. সুব্রত তালুকদার, বেদারুল ইসলাম বাবলা, এটিএন বাংলা যুক্তরাষ্ট্রের বার্তা সম্পাদক কানুদত্ত, ছড়াকার মঞ্জুর কাদের, সংস্কৃতিকর্মী মিনহাজ সাম্মু, সংগীতশিল্পী চন্দন চৌধুরী ,তাহমিনা শহীদ, রায়ান তাজ,রিপন রহমান ,প্রমি তাজ, শাহ মাহবুব,তুহিন আজাদ,ডাঃ নার্গিস আহমেদ, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, বিপার এ্যানি ফেরদৌস ,জাফর ফেরদৌস, অতুল প্রবাদ রায়, মুক্তিযোদ্ধা ড. এম এ বাতিন, শরাফ সরকার, কবি মিশুক সেলিম, সমাজকর্মী গোপাল সান্যাল, প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী সাদিক, প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী সাদিক, আবৃত্তিশিল্পী আবৃত্তিশিল্পী মুমু আনসারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা কেন আওয়ামীলীগকে ভোট দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। দেশজুড়ে চলমান উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা যাতে ব্যহত না হয় সেজন্য ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বেছে নিতে বাংলাদেশের সকল স্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান সুধীজনরা। ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকার পক্ষে সমাবেশ’ শীর্ষক এ আলোচনায় অংশ নিয়ে আলোচকরা আরও আশ্বস্ত করে জানান, ‘বাংলাদেশে বসবাসরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পাড়া-প্রতিবেশীর সাথে মাসাধিককাল আগে থেকেই নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা কেন্দ্রে গিয়ে নৌকার পক্ষে ভোট দেবেন বলে আমাদের কথা দিয়েছেন।’ সূচনা বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, ‌‌‌‌'নিউ ইয়র্কে ঘাপটি মেরে থাকা জামাত-শিবিরের ভাড়াটে কিছু লোক বিভিন্ন মিডিয়ার আড়ালে লাগাতারভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচারনা চালাচ্ছে। উদ্ভট ও আজগুবি কথা প্রকাশ ও প্রচার করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতের অপচেষ্টা চালাচ্ছে। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।' তিনি ৩০ ডিসেম্বর নৌকা ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিজয়ী করতে সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App