×

আন্তর্জাতিক

মেক্সিকোর নতুন গভর্নর ইরিকা আলোনসো হেলিকপ্টার বিধ্বস্তে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭ পিএম

মেক্সিকোর নতুন গভর্নর ইরিকা আলোনসো হেলিকপ্টার বিধ্বস্তে নিহত
দায়িত্ব নেওয়ার মাত্র দশ দিনের মাথায় মেক্সিকোর পুয়েব্লা রাজ্যের ৪৫ বছর বয়সী প্রথম মহিলা গভর্নর মার্থা ইরিকা আলোনসো মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় একইসঙ্গে প্রাণ হারিয়েছেন তার স্বামী সিনেটর রাফায়েল মোরেনো ভাল। স্থানীয় সময় সোমবার (২৪ ডিসেম্বর) তাদের বহনকারী হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে একসঙ্গে স্বামী-স্ত্রী দুইজনেরই মৃত্যু হয়। পাইলট মৃতের মধ্যে রয়েছে কিনা তা তদন্তকারী দলগুলি নির্ধারণ করার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক হেলিকপ্টার দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ৪৫ বছর বয়সী মার্থা ইরিকা আলোনসো প্রথম নারী গর্ভনর হিসেবে পুয়েবলা রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন গত ১৪ ডিসেম্বর। তিনি কেন্দ্রীয় ডানপন্থি ‘পান’ পার্টির সদস্য ছিলেন। দুর্ঘটনায় আলোনসোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। এক টুইটে দুর্ঘটনায় তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ওব্রেডোর বলেন, তাঁর সরকার কারণ উদঘাটনে অনুসন্ধান করবে। গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ম্যানুয়েল বারবোসাকে হারিয়ে পুয়েবলার নতুন গর্ভনর নির্বাচিত হন আলোনসো। এরপর গত ১৪ ডিসেম্বর অফিসের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App