×

জাতীয়

শেরপুর-৩ আসনে গনসংযোগে ব্যস্ত জাপা প্রার্থী আবু নাছের বাদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:১৪ পিএম

শেরপুর-৩ আসনে গনসংযোগে ব্যস্ত জাপা প্রার্থী আবু নাছের বাদল
শেরপুর-৩ (ঝিনাইগাতী- শ্রীবরদী) আসনে জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী আবু নাছের বাদল গন-সংযোগে ব্যস্ত সময় পার করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা ও প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তিনি গনসংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন। একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের গ্রামে গঞ্জে, হাট- বাজার ও পাড়া মহল্লায় উঠান বৈঠকের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় অব্যাহত রেখেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে তার গনসংযোগ। পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের আমলের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রæতি। এ আসনে আওয়ামীলীগ- বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিরও রয়েছে অনেক জনসমর্থন। আর জাতীয় পার্টির উন্নয়নের চিত্র তুলে ধরে জনসমর্থনকে কাজে লাগানোর চেষ্ঠা করছেন আবু নাছের বাদল।তিনি দলীয় নেতাকর্মী নিয়ে ২৩ ডিসেম্বর রবিবার ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা, পাগলারমুখ, তিনানী, কালিবাড়ি, বনগাঁও, কালাকুড়া, ভারুয়া, হলদিগ্রাম, সন্ধ্যাকুড়া, নলকুড়া, ধানশাইল, আয়নাপুর, কাংশা, বাকাকুড়া, রাংটিয়া, নওকুচি, ও ঝিনাইগাতী উপজেলা সদরসহ ৭ টি ইউনিয়নে গনসংযোগ করেন। এসময় দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন। আবু নাছের বাদল বলেন, জাতীয় পার্টি দেশের যে উন্নয়ন করেছে দেশ স্বাধীনের পর অন্য কোন দল তা করতে পারেনি। তিনি আশাবাদী সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ভোটাররা তাকেই ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App