×

খেলা

রোমাঞ্চিত সুলশার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫৪ পিএম

রোমাঞ্চিত সুলশার
কয়েক দিন আগেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সুলশার। রেড ডেভিলসদের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকালই প্রথম সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। এ সময় ম্যানউইর হয়ে নিজের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনসহ আরো নানান বিষয়ে কথা বলেছেন নরওয়ের এই কোচ। সুলশার জানিয়েছেন ম্যানইউর মতো ঐতিহ্যবাহী ও শক্তিশালী একটি ক্লাবের হেড কোচ হতে পারায় দারুণ রোমাঞ্চিত তিনি। সময়টা মোটেই ভালো যাচ্ছে না ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে ক্লাবটি। ইতোমধ্যেই এক প্রকার ছিটকে পড়েছে শিরোপা জয়ের দৌড় থেকে। বলা যায়, সেরা চারে থেকে মৌসুম শেষ করাটাই এখন বড় চ্যালেঞ্জ রেড ডেভিলসদের জন্য। অবশ্য সে কাজটিও খুব একটা সহজ হবে না। কেননা পঞ্চম স্থানে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৮। এ ছাড়া চতুর্থ স্থানে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানইউ। তাই সেরা চারে থেকে মৌসুম শেষ করা এবং চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে জায়গা করে নেয়াটা এখনই অনেকটা অসম্ভব হয়ে উঠেছে তাদের জন্য। বিষয়টি মানেন মরিনহোর উত্তরসূরি হিসেবে ম্যানইউর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেয়া ওলে গুনার সুলশারও। এ বিষয়ে তিনি বলেন, লিগে এখন আমাদের যে অবস্থা তাতে শিরোপা জেতার স্বপ্ন দেখাটা আকাশ-কুসুম কল্পনার মতো। তবে সেরা চারে থেকে মৌসুম শেষ করতে চাই আমরা। অবশ্য এটিও খুব একটা সহজ হবে না। কেননা বর্তমানে পয়েন্ট টেবিলের সেরা পাঁচে থাকা প্রতিটি দলই দারুণ ছন্দে আছে। কিন্তু আমরা চেষ্টা করে যাব। শেষ পর্যন্ত কি হয় সেটা সময়ই বলে দেবে। শুধু প্রিমিয়ার লিগই নয়, সুলশারকে ভাবাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইও। যেখানে ম্যানইউর প্রতিপক্ষ ফরাসি জায়ান্ট পিএসজি। সংবাদ সম্মেলনে শেষ ষোলোর ম্যাচটি সম্পর্কে বলতে গিয়ে সুলশার জানান, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানির মতো ফুটবলারদের নিয়ে গড়া পিএসজির মুখোমুখি হওয়াটা আসলেই যে কোনো কোচের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু আমি বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছি। সত্যি বলতে, প্রতিপক্ষ দলে সময়ের অন্যতম সেরা সব প্রতিভাবান ফুটবলারকে একসঙ্গে পেয়ে আমি রোমাঞ্চিত। তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য আমি মুখিয়ে আছি। এরপর ম্যানইউর অন্তর্বর্তীকালীন কোচ যোগ করেন, প্রতিপক্ষ হিসেবে কঠিন কোনো দলকে পেলেই ম্যানইউর খেলোয়াড়দের সেরাটা বেরিয়ে আসে। অতীতে বহুবার এমনটি ঘটেছে। আমার বিশ্বাস পিএসজির বিপক্ষেও সেরাটা দিয়েই লড়বে আমার শিষ্যরা। তা ছাড়া পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে আমাদের হাতে প্রায় দুই মাস সময় আছে। এর মধ্যেই আমি দলে একটা ভিত্তি গড়ে তুলতে চাই। এ জন্য পরবর্তী ম্যাচগুলো জিততে হবে। এতে খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পাবে। যা কাজে লাগবে পিএসজির বিপক্ষে ম্যাচে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App