×

জাতীয়

ভোটের মাঠে সরব ঐক্যবদ্ধ আ.লীগ : ঘর সামলাতে ব্যাস্ত বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ পিএম

ভোটের মাঠে সরব ঐক্যবদ্ধ আ.লীগ : ঘর সামলাতে ব্যাস্ত বিএনপি
মাত্র কয়েকদিন বাকী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। টানা ১০ বছরের উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তির পথে থাকতে ঐক্যবদ্ধ সকল শ্রেণির পেশার মানুষ। তারা আস্তা রাখতে চান বর্তমান সংসদ ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল এর ওপর। ২০০১-২০০৬ সাল পর্যন্ত এ অঞ্চলের অত্যাচার নির্যাতন ভুলে গেছে মানুষ। নতুন করে তা কেউই ফিরে আনতে চায় না। শুধু আওয়ামীলীগ নেতাকর্মী ও সমর্থকরাই নয় সাধারণ ভোটারা বলছেন তারা অশান্তি চায় না। চার দলীয় জোট সরকারের সীমাহীন সন্ত্রাস তাদের কাছে দুঃস্বপ্নের মত। বিগত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তাতেই আস্তা সবার। ২টি উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ আসন। দৌলতখানের মোট ভোটার সংখ্যা ১,২৫,৭৫৫ জন, বোরহানউদ্দিন উপজেলার ভোটার সংখ্যা ১,৭১,২৯৬ জন। যার মধ্যে ২ উপজেলা মিলিয়ে নারী ভোটার সংখ্যা ১,৪৪,৯৩৯ জন, পুরুষ ভোটার সংখ্যা ১,৫২,১১২ জন। ভোটারদের অভিমত তারা যে শান্তি ও উন্নয়নের মধ্যে রয়েছেন তাও অব্যাহত রাখতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। প্রতিদিন ২ উপজেলায় বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও উঠান বৈঠকে ব্যাস্ত সময় পাড় করছেন নৌকা প্রার্থী আলী আজম মুকুল। প্রতিটি সভায় নারী ও পুরুষের উপস্থিতি চোখে পড়ার মত। আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। মিলছে ব্যাপক সাড়া। বিএনপি ও এর অংগ-সংগঠনের নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছেন ধানের শীষের প্রার্থীর দিক থেকে। তাদের অভিমত প্রার্থী নির্বাচনে ভুল করেছে দল। তারা প্রার্থীর উপর আস্থা রাখতে পারছেন না। জোট সরকারের ৫ বছরের অত্যাচার নির্যাতন যুগে তারাও ফিরে যেতে চায় না। শান্তির যে ধারা অব্যাহত আছে তাদের আস্থাও সেখানে। বিএনপি নেতাকর্মীরা প্রতিদিনই ভির করছে নৌকার পতাকাতলে। ২ উপজেলার হাজার নেতাকর্মী যোগ দিচ্ছে আওয়ামীলীগে। ভোটের মাঠ থেকে এক প্রকার ছিটকে পড়েছে ধানের শীষের প্রার্থী। তার পক্ষে ঘর টিকিয়ে রাখা দুস্কর হয়ে পড়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামীলীগ নৌকার প্রার্থী যে গণ-জোয়াড় তৈরি হচ্ছে তাতে করে জয়ের সময়ের ব্যাপার মাত্র। আওয়ামীলীগের নেতাকর্মীরা বলছেন, মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে, কেউই পেট্রোল বোমার যুগে ফিরে যেতে চায় না। ভোটাররা কোন সন্ত্রাসী ও তাদের গড-ফাদারকে আর বেচে নিবে না। বর্তমানে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে তা অব্যাহত থাক এমটিই চাওয়া ভোটারদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App