×

খেলা

গোল্ডেন বুট মেসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ০১:১৮ পিএম

গোল্ডেন বুট মেসির
চলতি মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করে বেশ ভালো ফর্মে রয়েছেন লিওনেল মেসি। ২০১০, ২০১২, ২০১৩, ২০১৭ সালের পর ২০১৮ সালে এসে আবারো গোল্ডেন বুট জিতলেন মেসি। এতদিন রোনালদো ও মেসি যৌথভাবে চারটি গোল্ডেন বুট জিতে ছিলেন সবার উপরে। ৫টি গোল্ডেন বুট ঘরে তুলে রোনালদোকেও ছাড়িয়ে গেছেন মেসি। ২০১৭-১৮ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। তিনি গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৪ গোল করেছেন। পেছনে ফেলেছেন লিভারপুল তারকা মোহামেদ সালাহকে। সালাহর গোল ছিল ৩২টি। আর ৩০টি গোল করে তৃতীয় স্থানে ছিলেন টটেনহ্যাম তারকা হ্যারি কেন। জুভেন্টাসে চলে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন ২৬ গোল। পঞ্চমবার গোল্ডেন বুট জেতার পর এবারো গোল করার তালিকায় শীর্ষে আছেন মেসি। তালিকায় শীর্ষে থাকা মেসির গোল ১৪টি। এই ফুটবলার তার পঞ্চম গোল্ডেন বুট ট্রফি নেয়ার সময় বলেন, আমার আসলে শুরুতে কোনো ধারণাই ছিল না আমি এসব করতে পারব। আমি পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখতাম, একই সঙ্গে সফলতা উপভোগও করি। আমি খেলাটাকে ভালোবাসি। তবে এত কিছু যে পাব তা কখনো কল্পনা করিনি। এই সাফল্য কঠোর পরিশ্রম ও ত্যাগের জন্য এসেছে। আমি বিশ্বের সেরা দলে খেলছি এ কারণেই এসব কিছু জয় করাটা আমার জন্য সহজ হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App