×

বিনোদন

কাক্সিক্ষত প্রহর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ০২:০২ পিএম

কাক্সিক্ষত প্রহর
ইয়াশ রোহান, এই প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ তার পরিচিতির গণ্ডি বাড়িয়ে দিয়েছে। মা শিল্পী সরকার অপুর লেখা গল্পে এই বড়বেলায় এসে প্রথমবারের মতো অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকের নাম ‘কাক্সিক্ষত প্রহর’। এতে প্রথমবারের মতো তার সঙ্গে জুটি হয়েছেন ছোটপর্দার এই সময়ের নতুন মুখ তাসনিয়া ফারিন। গেল সপ্তাহেই রাজধারীর উত্তরার একটি প্রতিবন্ধীদের স্কুলে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার শিল্পী সরকার অপু বলেন, ‘এ নাটকটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। প্রতিবন্ধী বাচ্চাদের মায়েরা নিজেরাও এক ধরনের অস্বস্তিতে ভোগে। সামাজিকভাবে হেয় হতে পারেন ভেবে নিজেদের প্রতিবন্ধী সন্তানের কথা জানান দিতে চান না। কিন্তু এটা ঠিক নয়। প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের সবাইকে- এটাই নাটকের প্রতিপাদ্য বিষয়।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘মায়ের লেখা গল্পে সেই ছোটবেলায় অভিনয় করেছি। বড়বেলায় এসে এবারই প্রথম অভিনয় করেছি। এটা সত্যিই এক অন্যরকম অনুভ‚তি। ফারিনের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করেছি। ফারিনও খুব ভালো করেছে।’ তাসনিয়া ফারিন বলেন, ‘আমার কাছে ভীষণ ভালোলেগেছে প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে তাদের সঙ্গে শুটিংয়ের ফাঁকে ফাঁকে সময় কাটাতে। ইয়াশের সঙ্গে প্রথম কাজ, বেশ ভালোলেগেছে আমার। নাটকটি দর্শকের কাছে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে, এটাই আশা করছি আমি।’ আগামী ২৯ ডিসেম্বর নাটকটি বিটিভিতে সাপ্তাহিক নাটক হিসেবে প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App