×

বিনোদন

আমজাদ হোসেনকে নিয়ে স্মৃতিচারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ০২:৪৭ পিএম

আমজাদ হোসেনকে নিয়ে স্মৃতিচারণ
না ফেরার দেশে চলে গেছেন আমজাদ হোসেন। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দেশের চলচ্চিত্রের কয়েকজন গুণী তারকা। লিখেছেন হাসান আলী ফারুক আমজাদ সাহেব একজন গুণী মানুষ ছিলেন। আর গুণী মানুষরা মরেন না। তাদের দেহটার মৃত্যু হয়, কিন্তু তারা মানুষের মধ্যেই বিচরণ করেন। আমজাদ সাহেব আমাদের মাঝে বেঁচে থাকবেন তার কাজের মধ্য দিয়ে। ‘দুই নয়নের আলো’ এবং ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় কাজ করতে গিয়ে তাঁকে খুবই কাছ থেকে দেখেছি। আমরা একই সংসারের মানুষ ছিলাম। আমার সৌভাগ্য তাঁর সেরা দুইটা সিনেমায় পাশে থাকার সুযোগ হয়েছে। আমি মানতে পারছি না তিনি মারা গেছেন। নতুন ছবির স্বপ্ন দেখেছিলেন। আমার সঙ্গে একদিন সেই ছবি নিয়ে গল্প করেছিলেন। আমি বলেছিলাম, এখন ডিজিটাল সময়। তিনি বলতেন, ‘সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আমি ডিজিটাল সময়কে ভয় পাই না। এই সময়কে নিয়েই সিনেমা বানাবো।’ তিনি চলে গেলেন আমাদের রেখে। এটা মেনে নেয়া ভীষণ কষ্টকর। এস হক অলিক নব্বই দশকে ঢাকায় এসেছিলাম। এরপর থিয়েটারে যুক্ত হলাম। তখন স্বপ্ন ছিল অভিনেতা হব। পরবর্তীতে নির্মাতা হয়ে গেলাম। মাঝে মাঝে অভিনয়ও করছি। আমার জীবনের উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছেন গুরু আমজাদ হোসেন। ক্যারিয়ারের শুরুতে আমি আমজাদ হোসেনের সঙ্গে সহকারী হিসেবে কাজ করি। তিনি আমার গুরু। আমরা দুজনই জামালপুরের সন্তান। গুরুর চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। আমজাদ হোসেনের মরদেহ আজ শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সবাই তাঁর জন্য দোয়া করবেন। শাকিব খান আমজাদ হোসেনের মতো বরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। গুণী এই মানুষটির মৃত্যুতে গভীর শোক জানাই। পরপারে তিনি নিশ্চয় ভালো থাকবেন। জায়েদ খান কিছুদিন আগেই আমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আর এখন তিনি আমাদের থেকে অনেক দূরে চলে গেলেন। আমাদের চলচ্চিত্র একজন অভিভাবককে হারালো। তিনি আমার কাছে একটা পারফিউম চেয়েছিলেন, সময়ের অভাবে সেটা দিয়ে আসতে পারলাম না। আমার কাছে রেখে দিবো। দেখা হবে পরপারে। ওপারের জীবনে ভালো থাকবেন প্রিয় অভিভাবক আমজাদ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App