×

আন্তর্জাতিক

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে ঘোষণা ট্রাম্পের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ পিএম

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে ঘোষণা ট্রাম্পের
সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এ বিষয়ে টুইটার পোস্টে তিনি বলেন, আমরা সিরিয়ায় আইএসকে হারিয়েছি। শুধু আইএসকে হটানোর জন্যই তাদের সেখানে রাখা হয়েছিল। টুইটারে আরেক পোস্টে তিনি বলেন, আইএসের বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভের পর এখন আমাদের তরুণদের বাড়িতে ফিরিয়ে আনার সময় হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও প্রশাসনিক সূত্র সিএনএনকে জানায়, সেনা ফেরানোর পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘোষণার ফলে সিরিয়া থেকে মার্কিন বাহিনীর দুহাজার সদস্য সরিয়ে নেয়া হবে। তবে এ পদক্ষেপ খোদ মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব মূল্যায়নের বিপরীত। এমনকি এ ঘোষণায় রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র সদস্যও বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, সেনা প্রত্যাহারের পূর্ণাঙ্গ রূপরেখা এখনো চ‚ড়ান্ত নয়। তবে ২০১৯ সালে জানুয়ারির মাঝামাঝি মার্কিন বাহিনী সিরিয়া থেকে ফিরিয়ে আনা হবে। সিরিয়ায় মোটা দাগে আইএসের পতন হলেও জঙ্গিগোষ্ঠীটির অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যায়নি। দেশটির কিছু কিছু স্থানে এখনো তাদের উপস্থিতি রয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা কর্মকর্তারা ভাবছিলেন আইএসের পুনরুত্থান না ঘটার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত মার্কিন সেনারা সেখানে অবস্থান করুক। তবে ট্রাম্প জোরালোভাবে তা নাকচ করে দিয়েছেন। বরাবরই সিরিয়া থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার পক্ষপাতী ট্রাম্প। ২০১৮ সালের এপ্রিলে খোলাখুলি সৌদি আরবের কাছে সিরিয়া যুদ্ধের সামরিক ব্যয় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরব যদি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দেখতে চায় তাহলে তাদের ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট সেবার বলেন, আমরা আইএসকে পরাজিত করার কাজটি শেষ করে এনেছি। আমি রিয়াদকে বলে দিয়েছি, আপনারা চাইছেন যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবস্থান করুক। তার মানে আপনারা এর জন্য অর্থ পরিশোধ করতে যাচ্ছেন। এমন এক সময়ে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিলেন যখন রাশিয়ার সহযোগিতায় সিরিয়ায় নিজের অবস্থান আরো সুসংহত করছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App