×

বিনোদন

নিথর আমজাদ হোসেন ফিরবেন আজ সন্ধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:১৬ পিএম

মৃত্যুর এক সপ্তাহ হতে চললেও এখনো দেশে পৌঁছায়নি নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ। কারণ হিসেবে শোনা যাচ্ছিল অর্থের অভাব সংক্রান্ত ঝামেলা। থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসার বকেয়া বিলসহ মরদেহ দেশে আনার আনুষ্ঠানিকতা বাবদ প্রয়োজন ছিল প্রায় ৬৫ লাখ টাকা। এর আগে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া ৪২ লাখ টাকা চিকিৎসার জন্য ব্যয় হয়ে গিয়েছিল। তাই ৬৫ লাখ টাকা ব্যয়ে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনতে ভোগান্তিতে ছিল তার পরিবার। টাকার জন্য ব্যাংককে পড়ে আছে কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ। সেই খবর পেয়ে সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় দেশে আসছে আমজাদ হোসেনের মরদেহ। এমনটাই জানালেন গুণী এই নির্মাতার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। দোদুল বলেন, বাবার অসুস্থতার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হলো। তার কাছে কে কোন দল করল সেটার চেয়ে একজন নাগরিক বেশি গুরুত্বপূর্ণ, একজন শিল্পীর মূল্যায়ন অনেক বেশি। বহুবার এই প্রমাণ তিনি দিয়েছেন। আমজাদ হোসেনের বেলাতে তিনি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন। দোদুল জানান, শুক্রবার তার বাবার মরদেহ দেশে পৌঁছাবে। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার দাফন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App