×

তথ্যপ্রযুক্তি

জিবোর্ড অ্যাপের নতুন আপডেট এনেছে গুগল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২ পিএম

জিবোর্ড অ্যাপের নতুন আপডেট এনেছে গুগল
মোবাইল ফোনে টাইপ করার বহুল ব্যবহৃত জিবোর্ড অ্যাপের নতুন আপডেট এনেছে গুগল। অ্যাপটি এখন ৫০০ সমর্থন করবে। দুই বছর আগে গুগল এই কিবোর্ড অ্যাপটি উন্মোচন করেছিল। সে সময় অ্যাপটিতে ১০০ ভাষার সমর্থন ছিল। এরপরে ধারাবাহিকভাবে এতে আরও অনেক ভাষা যুক্ত করেছিল গুগল। এবারের আপডেটে নতুন ৫০ টি ভাষা যুক্ত করা হয়েছে। গুগল জানিয়েছে, বর্তমানে এই কিবোর্ড ব্যবহার করে বিশ্বের ৯০ শতাংশ মানুষ তাদের পছন্দের ভাষায় টাইপ করতে পারবেন।ভাষার পাশাপাশি এতে ৪০টি কিবোর্ড লেআউট, আগের কিছু বাগ ফিক্স করা হয়েছে। অ্যাপটির গতিও আগের চেয়ে বাড়ানো হয়েছে।কয়েক মাস আগে ফ্লোটিং টাচ সুবিধা যুক্ত করা হয়েছিল কিবোর্ডটিতে। এর ফলে ব‍্যবহারকারীরা সহজেই কিবোর্ডের অবস্থান পরিবর্তন করার সুবিধা পান।জিবোর্ড ৭.8 নামে নতুন সংস্করণটি ইতোমধ‍্যে সব ব‍্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App