×

খেলা

ম্যানইউর নতুন কোচ সোলজায়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৬ পিএম

ম্যানইউর নতুন কোচ সোলজায়ের

আলেক্স ফার্গুসন বিদায় নেয়ার পর থেকেই ধুঁকছে ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড শিরোপাজয়ী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে দিয়ে ম্যানইউ চেষ্টা করেছিল হারানো গৌরব পূনরূদ্ধার করতে; কিন্তু ম্যানইউতে মরিনহোর অবস্থান দিন দিন নড়বড় হতেই থাকে। তার অধীনে ভালো করা তো দুরে থাক, একের পর এক ম্যাচ হেরে বরং তলানীতে গিয়ে পৌঁছেছে রেড ডেভিলসরা।

সে কারণেই শেষ পর্যন্ত মরিনহোকে বরখাস্ত করতে বাধ্য হলো ম্যানইউ। মরিনহোর বরখাস্তের পরই গুঞ্জন শুরু হয়, দলটির পরবর্তী কোচ কে? খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তাদেরই সাবেক ফুটবলার ওলে গুনার সোলজায়েরকে।

নরওয়ের ক্লাব মোল্ডের কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন সোলজায়ের। তবে মৌসুমের বাকী সময়, অর্থ্যাৎ আগামী মে পর্যন্ত সোলজায়েরকে দলে আনার বিনিময় হিসেবে ম্যানেইউ কর্তৃক মোল্ডকে অর্থ প্রদান করতে হয়েছে।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ সমর্থকদের কাছে যথেষ্ট নন্দিত নাম সোলজায়ের। ক্লাবের লাল জার্সি গায়ে বহু ঊত্থান-পতনের সাক্ষী তিনি। বেকহ্যাম, পল স্কোলস, রায়ান গিগসদের মতো একসময় তিনিও হয়ে উঠেছিলেন ম্যানইউর ঘরের ছেলে।

ক্লাব জার্সিতে ৩৬৬ ম্যাচ খেলে সোলজায়েরের নামের পাশে রয়েছে ১২৬ গোল। এবার সেই সোলজায়েরকেই পল পগবা, রোমেলু লুকাকু, মার্কাস রাশফোর্ডদের মাথার ওপর বসানোয় হলো। এতে নিশ্চয় ক্লাব সমর্থকরাও থাকবেন বেশ স্বস্তিতে।

ম্যানইউর পরিবেশ এবং এখানকার সমর্থক ও ফুটবলারদের মন-মানসিকতা সম্পর্কে যথেষ্টই জানা-শোনা আছে সোলজায়েরের। কোচ নিয়োগ দেয়ার পর সোলজায়ের বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমার হৃদয়ে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই ক্লাবে আমার ফিরে আসা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App