×

বিনোদন

ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ পিএম

ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
ষাটের দশকের শেষের হলিউড। নবীন অভিনেতা রিক ডাল্টন আর তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথ লড়ে যাচ্ছিলেন হলিউডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার লড়াইয়ে। তাদের প্রতিবেশী আমেরিকান অভিনেত্রী শ্যারন টাটেসহ আরো চারজন ১৯৬৯-এর গ্রীষ্মের শেষদিকে নির্মমভাবে খুন হলেন ম্যানসন পরিবার কর্তৃক। ষাটের দশকের শেষদিকে ম্যানসন পরিবারগোষ্ঠী গঠন করেন চার্লস ম্যানসন নামের এক কুখ্যাত খুনি এবং হিপি। চার্লস একজন সঙ্গীতশিল্পী হলেও ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ধারাবাহিক হত্যাকাণ্ডের জন্য কুখ্যাত খুনি হয়ে ওঠেন। তার প্রথমদিকের অপরাধ ছিল গাড়ি চুরি, জালিয়াতি ও যৌনকর্মীদের দালালি। শ্বেতাঙ্গ এই অপরাধী নিজেকে বিভিন্ন সময় পুনরুজ্জীবিত যিশুখ্রিস্ট হিসেবেও দাবি করেছেন। শোবিজের আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনাকে ভিত্তি করে পাল্প ফিকশন, কিল বিল খ্যাত চলচ্চিত্র পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনো নির্মাণ করছেন নতুন ছবি যার নাম দেয়া হয়েছে ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড। আশ্চর্যের ব্যাপার এই যে, আলোচিত এই হত্যাকাণ্ডের টার্গেট হিসেবে অভিনেত্রী শ্যারন টাটের নাম কখনোই ছিল না, সে ছিল অনেকটা পরিস্থিতির শিকার। ঘটনার সূত্রপাত চার্লস ম্যানসন নামের এক উদীয়মান সঙ্গীতশিল্পী থেকে। সে সময়ের প্রখ্যাত সঙ্গীত পরিচালক টেরি মেলচারের সঙ্গে চার্লসের একটি অ্যালবাম প্রকাশের কথা হয়েছিল। কিন্তু কোনো এক ঘটনার পরিস্থিতিতে টেরি মেলচার চার্লস ম্যানসনকে বাজেভাবে তিরস্কার করেন। সেই অপমানবোধ থেকেই চার্লস প্রতিশোধ নেয়ার জন্য সিদ্ধান্ত নেয় আর টেরিকে খুন করতে সে নিয়োগ করে তার ম্যানসন পরিবারের সদস্যদের। কিন্তু আশ্চর্যজনকভাবে চার্লস খুনিদের যে ঠিকানা দিয়েছিলেন, সেটিতে টেরি মেলচার আগে থাকতেন। কিন্তু এ ঘটনার কয়েকদিন আগে সে বাসাটি টেরির কাছ থেকে কিনে নেয় প্রখ্যাত পরিচালক রোমান পোলানস্কি এবং তার স্ত্রী শ্যারেন টাটে দ¤পতি। ঘটনার রাতে পোলানস্কি চলচ্চিত্র পরিচালনার কাজে ইউরোপে থাকলেও সে দিন বাসায় শ্যারেন টাটের সঙ্গে আরো ছিলেন ডিজাইনার জেই সেবরিং, চিত্রনাট্যকার ওহজেকি ফ্রিকোয়োস্কি এবং তার প্রেমিকা আবিগেল ফোলজার। প্রত্যেকেই সে দিন ম্যানসন পরিবার দ্বারা নৃশংসভাবে খুন হন। তখন শ্যারেন টাটে ৮ মাসের অন্তঃসত্ত্বা! ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড চলচ্চিত্রটিতে রিক আর ক্লিফের চরিত্র কাল্পনিক হলেও সিনেমায় তাদের ভ‚মিকায় দেখা যাবে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং ব্রাড পিটকে। পরিচালক মারফত জানা যায়, ছবির মূল গল্প এই দুটি কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করেই এগিয়েছে। ছবিটিতে মারগোট রবি অভিনয় করছেন শ্যারন টেটের চরিত্রে। এ ছাড়াও চলচ্চিত্রটির অভিনেতাদের তালিকায় রয়েছেন আল পাচিনো, ড্যাকোটা ফ্যানিং, টিমোথি অলিফ্যান্ট, ডেমিয়েন লুইস প্রমুখ। কোয়েন্টিন ট্যারান্টিনোর দীর্ঘদিনের সঙ্গী প্রযোজক হার্ভি ওয়াইনস্টাইন যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর টারান্টিনো তার এই ছবির জন্য সনি পিকচার্সের দ্বারস্থ হন। হত্যার মর্মান্তিক সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে অর্থাৎ ২০১৯ সালের ৯ আগস্টে চলচ্চিত্রটি মুক্তির কথা রয়েছে। বড়পর্দায় লিওনার্দো-ব্রাড জুটিকে দেখতে দর্শকদের তাই অপেক্ষা করতে হবে পাক্কা ৮ মাস! শ্যারন টেটের হত্যাকারী ম্যানসন পরিবারের সদস্য টেক্স ওয়াটসন স্বীকারোক্তিতে জানিয়েছিলেন টেটকে মারতে প্রায় ১৬ বার ছুরিকাঘাত করা হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার্লস ম্যানসন ও তার অনুসারীদের দেয়া হয়েছিল মৃত্যুদণ্ডের সাজা। তবে সে রাজ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হলে তাদের সাজা রূপ নেয় যাবজ্জীবন কারাদণ্ডে। ২০১৮ সালের ১৭ নভেম্বরে ৮৩ বছর বয়সে জেলখানায় সাজারত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করেন চার্লস ম্যানসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App