×

আন্তর্জাতিক

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে বিজয় দিবস পালন করলো হৃদয়ে বাংলাদেশ

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:১৩ এএম

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে বিজয় দিবস পালন করলো হৃদয়ে বাংলাদেশ
বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে বিজয় দিবস পালন করলো হৃদয়ে বাংলাদেশ
বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে বিজয় দিবস পালন করলো হৃদয়ে বাংলাদেশ
বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে বিজয় দিবস পালন করলো হৃদয়ে বাংলাদেশ
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বিজয় শোভাযাত্রা করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ। আজ রোববার সাপ্তাহিক ছুটির দিনে ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউতে এ শোভা যাত্রার আয়োজন করা হয়। কনকনে শীত,প্রবল বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে এ সময় রঙীণ ব্যানার, পোষ্টার, ফেষ্টুন হাতে মাথায় বাংলাদেশের পতাকা বেধে রাস্তায় নেমে আসেন বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশী। এদের মধ্যে ছিলেন, নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কবি, সাহিত্যিক, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজকর্মী ও রাজনীতিবিদসহ সাধারন মানুষ। শোভাযাত্রা শেষে এ এলাকায় বিশ্বজয়ী সাইকেলিষ্ট এস আর লিংঙ্কন স্থাপিত বাংলাদেশ ম্যুরালের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাবাজার স্টারলিং বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রবাসের জনপ্রিয় আইনজীবি ও মূল ধারার রাজনীতিবিদ এন মজুমদার, বাঙ্গালী চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রহিম বাদশা, চিকিৎসক আতাউল চৌধুরী তুষার, সাপ্তাহিক বাঙ্গালীর সম্পাদক কৌশিক আহমেদ, খলিল বিরিয়ানী হাউজের কর্নধার মোঃ খলিল, হৃদয়ে বাংলাদেশের এস আর লিংকন প্রমুখ। এ সময় অস্থায়ী শহীদ বেদিতে ফালগুনী চটপট্টি ঘর, হৃদয়ে বাংলাদেশ, সাধন ব্যান্ড ও প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর এশিয়ান ড্রাইভিং স্কুলের হলরুমে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ‘হৃদয়ে আমার বিজয়র দোলা’ শুরু হয়। সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংঙ্কন (এস আর লিংকন) সূচনা বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ। আবৃত্তি করেন প্রবাসে বাংলাদেশের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি ছোট্ট বন্ধু মায়া। তার অসাধারন আবৃত্তি ও নাচ সবাইকে মুগ্ধ করে। কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমি দ্বৈত কন্ঠে আবৃত্তি করেন হৃদয়ে বাংলাদেশের মহিলা বিষয়ক সম্পাদক ও কবি মাকসুদা আহমেদ ও সংগঠনটির সাধারন সম্পাদক পল্লব সরকার। এরপর একে একে জুই ইসলাম ও পারভীন রিতার আবৃত্তিও আমন্ত্রিত প্রবাসী বাংলাদেশীদের হৃদয়ে দাগ কাটে। অনুষ্ঠানের শেষভাগে সঙ্গীত পরিবেশন করেন সাধন ব্রান্ডের সদস্যরা। দলটির শিল্পী প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী শারমিন তানিয়া, কামরুজ্জামান ফয়েজ ও মুসাফির মুক্তার পরিবেশনা বিজয় উৎসবের আনন্দে যোগ করে নতুন মাত্রা। আবৃত্তি নাচ আর গানের ফাকে ফাকে চলে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের আলোচনা। আলোচনায় অংশ নেন, ৭১ এর যুদ্ধবন্দী আব্দুর রহমান, সাপ্তাহিক জনতার কন্ঠ ও ইউএসএ অনলাইনের সম্পাদক সাখাওয়াত সেলিম, পল্লব সরকার, নিলোদ পাল ধ্রুব, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, শিপু চাকলাদার, বদরুজ্জামান রুহেল প্রমুখ।            

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App