×

জাতীয়

৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০১ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা আগামী তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১৭ ডিসেম্বর) সকালে ইসির পক্ষ থেকে পুলিশ সদর দফতরে এ চিঠি পাঠানো হয়। ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম বলেন, ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় তিনদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে কমিশন। ‘পুলিশ ওই ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে তা ইসিকে জানাতে বলা হয়েছে ওই চিঠিতে।’ গত ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়। এদিকে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুসসালাম থানায় মামলা হয়েছে। শনিবার রাত ১২টায় এ মামলা দায়ের করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App