×

খেলা

বাংলাদেশ-উইন্ডিজটি-টোয়েন্টিতে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ পিএম

বাংলাদেশ-উইন্ডিজটি-টোয়েন্টিতে  শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ
টি-টোয়েন্টির বর্তমান বিশ^চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত হলেও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বরাবরই নড়বড়ে টাইগারদের পারফরমেন্স। অথচ আজ থেকে শুরু হতে যাওয়া দুদলের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্রিকেটবোদ্ধারা ফেভারিট মানছেন বাংলাদেশকেই। আর ফেভারিট মানাটাই যৌক্তিক। টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার আগে দুদল টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে। যেখানে ২ ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটির ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং শুরু হবে বেলা সাড়ে ১২টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি। বাংলাদেশ তাদের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত আগস্টে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওই সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারিয়েছে সাকিবের দল। এবার জিতলে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টানা ২টি টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পাবে টাইগাররা। টেস্টের মতো টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। অন্যদিকে ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাথওয়েট। টেস্ট ও ওয়ানডেতে দলের বাইরে থাকলেও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত উইন্ডিজ দলে আছেন অলরাউন্ডার নিকোলোস পুরান। এ ছাড়া ফর্মে থাকা সাই হোপ ব্যবধান গড়ে দিতে পারেন টি-টোয়েন্টি সিরিজে। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট বলেছেন টেস্ট ও ওয়ানডেতে হারের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর কথা। তিনি বলেন, আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছি। আশা করি, টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াব। এই ফরমেটে আমরা শক্তিশালী এবং আমাদের দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা একাই ব্যবধান গড়ে দেয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও জিততে চায় বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন সাকিবদের কোচ স্টিভ রোডস। তিনি জানান, আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি। টি-টোয়েন্টি জিতলে তিনটি সিরিজ জয় হবে। এটি হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় এক অর্জন। কিন্তু কাজটি মোটেই সহজ হবে না। কেননা ওয়েস্ট ইন্ডিজ শূন্যহাতে দেশে ফিরতে চাইবে না। তাছাড়া এই ফরমেটে তারা খুবই ভালো দল। তবে সিরিজ জেতার জন্য আমার শিষ্যরা সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। এ সময় ফেভারিট কোন দল এমন প্রশ্নের জবাবে রোডস বলেন, এটা বলা কঠিন। কেননা টি-টোয়েন্টিতে তারা শক্তিশালী। তবে ওয়ানডে ও টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ অনেক আত্মবিশ্বাসী। তাই আমার মনে হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। উল্লেখ্য, বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে টাইগারদের চেয়ে তিন ধাপ এগিয়ে আছে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের অবস্থান যেখানে দশ নম্বরে সেখানে সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অতীত রেকর্ডে অবশ্য কেউ কারো চেয়ে এগিয়ে নেই। এখন পর্যন্ত বাংলাদেশ ও উইন্ডিজ ৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে দুদলই জিতেছে সমান ৪টি করে ম্যাচ। এ ছাড়া পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App