×

পুরনো খবর

আধুনিক নড়িয়া গড়তে সবকিছুই করব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ পিএম

আধুনিক নড়িয়া গড়তে সবকিছুই করব
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর-২ আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্কুলজীবনেই ছাত্ররাজনীতিতে হাতেখড়ি হয় তার। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতিতে আরো নিবিড়ভাবে জড়িয়ে পড়েন। শীর্ষ পদে থেকে ঐতিহ্যবাহী এই সংগঠনের নেতৃত্বও দিয়েছেন। জাতীয় নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে এনামুল হক শামীম বলেন, মানুষের সেবা করতেই রাজনীতি করি। নির্বাচিত হলে নড়িয়া-সখিপুরে আওয়ামী লীগে কোনো বিভাজন থাকবে না। এক কথায়, আধুনিক নড়িয়া গড়ে তুলতেই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি আমি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শরীয়তপুর-২ আসন। এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম, আছি। নড়িয়ার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের সহযোগিতা করেছি। এলাকার কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছি। তাই এলাকার তরুণ ও নারী ভোটাররা আমাকে সমর্থন করে। আমি বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হব। শামীম বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেলে পরিণত হয়েছে। একজন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই সব ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি নড়িয়ার নদীভাঙন ঠেকাতে বেড়িবাঁধ চাই এবং পদ্মা সেতু পেতে চাই তাহলে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সাবেক এই ছাত্রনেতা আরো বলেন, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা এগিয়ে যায়; আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক, শেখ হাসিনার বিজয় ঠেকানো যাবে না। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবেন- এ প্রশ্নের জবাবে এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে, দুর্দিনেও পাশে থেকেছি। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ৯৬-এর বিএনপি-জামায়াতবিরোধী ‘জনতার মঞ্চ’ এর অন্যতম সংগঠক ছিলাম আমি। দলের পাশাপাশি নিজ জন্মভ‚মির কল্যাণে অবশ্যই আমার কিছু করার আছে। নির্বাচিত হলে নড়িয়া-শফিপুরকে আধুনিক উপজেলা করতে যা যা প্রয়োজন, সবই করব। নাড়িয়া উপজেলার ১৫ ইউনিয়নই চরাঞ্চল। এসব এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ অনেক উন্নয়নমূলক কাজ করেছি। ভবিষ্যতে আরো যেসব উন্নয়ন প্রয়োজন তা করব। পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এতে করে আমার এলাকা হবে আধুনিক, সুখী, সমৃদ্ধ, মাদকমুক্ত এলাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App