×

বিনোদন

‘মায়ের নাম বাংলাদেশ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৫ পিএম

‘মায়ের নাম বাংলাদেশ’

সংগীতের সমন্বয় থাকলেও গানকে গান বলতে রাজি নন, তিনি আসাদুজ্জামান রনি। ইতোমধ্যে রনি তার কণ্ঠে ধরা কথামালার নাম দিয়েছেন শ্লোগান যে গানে দেশ ও সমাজ পরিবতের্নর আকাক্সক্ষা থাকে, যে গানে প্রতিবাদ থাকে, স্বদেশপ্রেমের তেজস্বী স্বর থাকে।

শহীদ মিনারের সুরক্ষা ও স্থায়ী শ্রদ্ধাবোধের কথা মনে করিয়ে দিতে গেল বছর প্রকাশ পায় তার প্রথম শ্লোগান ‘বিদ্বেষী’। তার এ শ্লোগান প্রতিবাদের ভাষা হয়ে ফিরেছে মানুষের মুখে মুখে।

প্রশংসিত সেই স্লোগানের সূত্রধরে এবার শ্লোগান সিরিজের দ্বিতীয় পরিবেশনা আসছে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এই শ্লোগানের নাম দিয়েছেন- ‘মা’র নাম বাংলাদেশ’। নতুন এই শ্লোগান স্বদেশ ভূমি পাহারার কথা যেমন উপস্থিত তেমনি উপস্থিত মা, মাটি আর পতাকার ঘ্রাণ, সাগর রুনীর খুনের বিচারসহ দেশে বিদ্যমান সব অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।

পেশায় শিক্ষক রনি কাজ করেন সংস্কৃতির নানা মাধ্যমে। লাল সবুজ পতাকার ক্রীতদাস হয়ে বাঁচার আকুতি নিয়ে, স্বপ্নপূরণের দায়বদ্ধতায় শ্লোগানমুখর থাকতে চাওয়া রনির দ্বিতীয় স্লোগান পাওয়া যাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। অডিও ও ভিডিও নিদের্শনা সমন্বয় করেছে ব্যান্ড শ্লোগান।

প্রসঙ্গত, ‘মা’র নাম বাংলাদেশ’র সুর করেছেন যাদু রিছিল, লেখা ও কণ্ঠ- আসাদুজ্জামান রনি নিজেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App